Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ-০৫২২
  2015-05-22 17:59:38  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা,

পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : আপনি বলুন কি কি আছে আজ।

প্রথম খবর : মানবতা কোনো ফেলনা বিষয় নয়। মানুষ মাত্রই মানবতার জয়গান- তা যেন আবার প্রমাণ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের আট বছর বয়সী এক শিশু। আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে কেঁপে ওঠা হিমালয়কন্যা নেপালের বিপদগ্রস্ত জনগণকে সহায়তা দিতে নীভ সারাফ নামের ওই শিশু একাই সংগ্রহ করেছে ২৬ হাজার ডলার।

গত ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত ও নেপাল। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৬ হাজার মানুষ।

জাতিসংঘ জানিয়েছে, প্রলয়ংকারী এই ভূমিকম্পে দেশটিতে প্রায় তিন লাখ বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত আড়াই লাখ ঘরবাড়ি।

ভূমিকম্পে হতাহতের খবর জানার পরপরই নেপালের জনগণকে সহায়তা দিতে মনস্থির করে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অধিবাসী আট বছর বয়সী নীভ। সঙ্গে সঙ্গে বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সে।

নীভের এ উদ্যোগকে স্বাগত জানায় আমেরিকান নেপাল মেডিকেল ফাউন্ডেশনও। ফলে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে তার এ মহৎ উদ্যোগের কথা। সকলেই এগিয়ে আসে সহায়তা দিতে।

ক্রাউড রাইজ নামের এক ওয়েবসাইটে নীভ লেখে, নেপাল আমার বাবা-মায়ের জন্মভূমি। সেখানে তারা নিজেদের শৈশব কাটিয়েছেন। সেই নেপাল এখন সহায়তার জন্য কাঁদছে।

সে আরও লেখে, আমাদের হৃদয়ের প্রতিটা স্পন্দনের সঙ্গে তাল মিলিয়েই যেন নেপালে নিহতের সংখ্যা বাড়ছে প্রতিমুহূর্তে। উদ্ধারকর্ম এখনও চলছে। যোগাযোগ ব্যবস্থা এমনভাবে ধসে পড়েছে, অনেক স্থানে এ পর্যন্ত সহায়তাই পৌঁছাতে পারেনি।

সকলের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নীভ লেখে, যারা সহায়তা করবেন, তাদের পুরো অর্থই নেপালে সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে। এই অর্থ সেখানকার হতভাগ্য মানুষগুলোকে নতুন করে বাঁচার সুযোগ করে দেবে হয়তো। আমার ছোট্ট ব্যাংকে জমা পড়া তিনশ' ৮৪ ডলার দান করে আমি এই কার্যক্রম শুরু করলাম।

নীভের এ মানবিক আবেদন বিফলে যায়নি। সে এবং তার দল এ পর্যন্ত ২৭ হাজার ২শ' ৭৬ ডলার সংগ্রহ করেছে। এর মধ্যে ২৬ হাজার ৬শ' ৭৫ ডলার নীভ নিজেই সংগ্রহ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মান্না : তৃতীয় খবর : চীনের সহযোগিতায় পাকিস্তানে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্রের কাজ সম্পন্ন। এবিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে প্রকাশ....।

প্রকাশ : চীনের থ্য বিয়েন ইলেকট্রিক এ্যাপারাটুস স্টোক কোম্পানির সহযোগিতায় পাকিস্তানে নির্মিত হলো ১০০ মেগাওয়াট জিন্নাহ সৌর বিদ্যুত কেন্দ্র। সম্প্রিত নির্মাণ কাজের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ।

অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ, বিদ্যুত কেন্দ্র নির্মাণে চীন সরকারের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

মান্না : প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ এ সময় বলেন, বিদ্যুত ঘাটতি মোকাবিলার চেষ্টা করছে পাকিস্তান। এ সৌরবিদ্যুত প্রকল্প 'চীন-পাক অর্থনৈতিক করিডোর' প্রকল্পের ধারাবাহিক সহযোগিতার একটি অংশ। বিদ্যুত কেন্দ্রটি স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।

প্রকাশ : এ সময় পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েই তুং বলেন, গত বছরের মে থেকে শুরু হয়ে ১১ মাসে সম্পন্ন হলো প্রকল্পের কাজ। এটি পাকিস্তানের প্রথম বড় ধরনের সৌর বিদ্যুৎ কেন্দ্র। এতে দু'দেশের কার্যকর সহযোগিতা প্রতিফলিত হয়েছে।

দ্বিতীয় খবর :

মা দিবসে তিন নারীকে টেলিফোন করে চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মে মাসের দ্বিতীয় রোববার (চলতি বছর ১০ মে) পালিত হয়ে যাওয়া 'মা দিবস'কে সামনে রেখে গত বুধবার (০৬ মে) ওই তিন নারীকে ওবামা টেলিফোন করেন বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের পৃথক তিন স্থানের ওই তিন নারীর মধ্যে মিল শুধু দু'টি বিষয়ে। প্রথমত, তারা কোনো না কোনো সন্তানের মা। আর দ্বিতীয়ত, তারা প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে মার্কিন প্রেসিডেন্টকে পৃথক তিনটি চিঠি লিখেছিলেন উত্তর পাওয়ার আশাবাদ ব্যক্ত করে।

কিন্তু তারা হয়তো কিছুতেই বুঝতে পারেননি, মার্কিন প্রেসিডেন্ট চিঠির উত্তর দিতে এমন একটা পরিকল্পনা এঁটে বসবেন। তিনি এসময় ওই তিন নারীকে 'মা দিবস' উপলক্ষে শুভেচ্ছা জানান বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই ফোন করার বিষয়টি রোববারের (১০ মে) আগে প্রকাশ করেনি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বারাক ওবামার মা অ্যান ডানহাম জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৫ সালে পরলোক গমন করেন। বর্তমানে ওবামা দম্পতি দুই মেয়ে সন্তানের গর্বিত বাবামা। প্রথমজনের নাম মালিয়া (১৬), আর দ্বিতীয়জন হলেন সাশা (১৩)।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040