Web bengali.cri.cn   
চীন-দক্ষিণ এশিয়া মেলা: আঞ্চলিক সহযোগিতার উর্বর ক্ষেত্র
  2015-06-15 17:56:20  cri


'তৃতীয় চীন-দক্ষিণ এশিয়া মেলা' এবং চীনের '২৩তম খুনমিং আমদানি-রপ্তানিপণ্য মেলা' গত ১২ জুন চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং থিয়ানছি আন্তর্জাতিক প্রদর্শনীকেন্দ্রে শুরু হয়। মেলার প্রতিপাদ্য হচ্ছে: 'আন্তরিকতা, আবেগ, সুবিধা, সহিষ্ণুতা ও সহযোগিতার ভিত্তিতে অভিন্ন কল্যাণ সৃষ্টি'। চীনের ৩০টি প্রদেশ এবং ৭৫টি দেশ ও অঞ্চলের ৩১৭৯টি শিল্প-প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।

ভারতের পর্যটন সমিতির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দেবজিত দত্ত সাক্ষাত্কার দিচ্ছেন

ভারত হচ্ছে চলতি বছরের মেলার থিম কান্ট্রি বা প্রধান অতিথি রাষ্ট্র। দেশটির পর্যটন সমিতির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দেবজিত দত্ত এবারই প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ আর ইয়ুন্নান হচ্ছে 'সিস্টার প্রভিন্স'-এর মত। তেমনি কলকাতা ও খুনমিং হচ্ছে 'সিস্টার সিটি'। আগে ভারতের সাথে শুধু জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল। তখন চীন ও ভারত—এ দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পর্যাপ্ত প্রচেষ্টা ছিল না। অথচ বিশ্বের দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের সহযোগিতা জোরদার হলে আঞ্চলিক অর্থনীতিও উপকৃত হয়। তিনি বলেন, "আমি এই প্রথম খুনমিংয়ে এসেছি। এখানকার পরিবেশ ভাল। শহরটিও খুব সুন্দর। চীন সত্যি এক বিশাল বাজার। আমি মনে করি, দু'দেশের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো উচিত। এতে একে অপরকে জানার সুযোগ বাড়বে। পশ্চিমবঙ্গে দেখার মত অনেক সুন্দর জায়গা আছে। কিন্তু অধিকাংশ চীনা তা জানেন না। চীন-দক্ষিণ এশিয়া মেলা হচ্ছে আমাদের মধ্যে পারস্পরিকসমঝোতা বাড়ানোর ভাল ক্ষেত্র। আমি আশা করি, এবারের মেলার মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটনসম্পদ চীনে ব্যাপক প্রচার পাবে।"

ভারতের পশ্চিমবঙ্গের পর্যটন কোম্পানির প্রধান ব্যবস্থাপক অমিতাভ ঘোষ

পশ্চিমবঙ্গের এক পর্যটন কোম্পানির প্রধান ব্যবস্থাপক অমিতাভ ঘোষ। তিনি জানান, তারা নিজেদের পর্যটনসম্পদকে চীনে তুলে ধরার পাশাপাশি, চীনের পর্যটনসম্পদকে ভারতে পরিচয় করিয়ে দিতে আগ্রহী। এ ক্ষেত্রে তারা চীনা কোম্পানিগুলোর সাথে সহযোগিতা করতে চান। তিনি বলেন, "দক্ষিণ এশিয়া মেলা হচ্ছে পরস্পরকে সুপারিশ করার খুব ভাল প্লাটফর্ম। চীন ও ভারত উভয়েই ব্রিকস্-এর সদস্যরাষ্ট্র। আমরা আশি করি, বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, 'এক অঞ্চল, এক পথ' কৌশল, এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে আমাদের সহযোগিতা ধাপে ধাপে জোরদার হবে।"

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040