Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৬/২২
  2015-06-22 20:01:42  cri

১.চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে গত বুধবার অবাধ বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্যানবেরায় এ ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন চীনের বাণিজ্যমন্ত্রী কাও হু ছেং এবং অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু রব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে দু'দেশের প্রায় ৮৫.৪ শতাংশ পণ্য পরস্পরের বাজারে বিনাশুল্কে প্রবেশ করতে পারবে। চুক্তির আওতায় দু'দেশ পরস্পরকে 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের' মর্যাদাও দেবে।

উল্লেখ্য, চীন-অস্ট্রেলিয়া অবাধ বাণিজ্য চুক্তি আলোচনা শুরু হয় ২০০৫ সালের এপ্রিল মাসে। দশ বছর ধরে আলোচনা চলার পর ২০১৪ সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অস্ট্রেলিয়া সফরের সময় দু'দেশ চুক্তির ব্যাপারে 'ডিক্লারেশান অব ইনটেন্ট' স্বাক্ষর করে।

২.বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যেঘোষণা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দিয়েছেন, তা অর্জন 'অসম্ভব' না-হলেও 'চ্যালেঞ্জিং' হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক। গত সোমবার ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তার প্রতিষ্ঠানের এ মত তুলে ধরেন।

তিনি বলেন, "বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করাযায়, অর্থাৎ এখনকার জিডিপির ২৯ শতাংশ বিনিয়োগ যদি আরও ২ থেকে ২.৫ শতাংশ বাড়ানো যায়, এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না।"

গত অর্থবছরের বাজেটে ৭.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হলেও শেষ পর্যন্ত তা ৬.৫১ শতাংশ হতে পারে বলে পরিসংখ্যান ব্যুরোর ধারণা।

এদিকে, ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্ব ব্যাংকের 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস' অনুসারে, নতুন অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৩শতাংশ ছাড়াবে না।

৩.যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, বাংলাদেশেনারীর ক্ষমতায়ণকে উত্সাহিত করতে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অংশীদার হিসেবে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের সদস্যব্র্যাড শেরম্যান ও টম ম্যারিনোর সঙ্গে পৃথক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ১৫ও ১৬ জুন ক্যাপিটল হিলে এ বৈঠক হয়। খবর ইত্তেফাকের।

বৈঠকে রাষ্ট্রদূত ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) সংশ্লিষ্ট মার্কিন বিলের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, এর মাধ্যমে বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশগুলো আমেরিকার বাজারে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় পেরেউঠবে না।

৪.নতুন মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে গত বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এক হাজার কোটি টাকার মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবমাকসুদুর রহমান পাটওয়ারী সাংবাদিকদের জানান, মূসক ওসম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন প্রকল্পের আওতায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। কাজ পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একোরিস ইউকে লিমিটেড।

এ ছাড়া, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি চক্র স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি। কাজ পেয়েছে ভারতের দুই কোম্পানি মনীশ ফার্মাসিউটিক্যালস, এইচএলএল লাইফ কেয়ার এবং দেশীয় রেনাটা লিমিটেড।

অন্যদিকে, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন জরুরি ২০০৭ঘূর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের আওতায় বরগুনা ও পিরোজপুর জেলাঅংশের কাজ পেয়েছে তমাকনস্ট্রাকশন। এতে ১৩২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে।

৫.বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উগান্ডার রাষ্ট্রদূতের কাছে সেদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন। গত বুধবার বাণিজ্যমন্ত্রী ঢাকায় তার কার্যালয়ে ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত উগান্ডার হাই-কমিশনার এভিজাভেদ পার্ল নাপেওয়াকের সঙ্গে সাক্ষাত্কালে এ সহযোগিতা চান।

এসময় মন্ত্রী বলেন, উগান্ডায় বাংলাদেশের তৈরি সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, পাটের তৈরি পণ্য এবং প্লাষ্টিকসামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। সেখানে কৃষি খাতে লাভজনক বিনিয়োগের সুযোগও রয়েছে। উগান্ডা সরকার চাইলে দু'দেশের মধ্যে বাণিজ্যমেলা এবং বি-টু-বি (বিজনেসম্যান টুবিজনেসম্যান) আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো সম্ভব। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা থাকা একান্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040