Web bengali.cri.cn   
সাগরের গান শোনো
  2015-07-07 19:17:24  cri


বন্ধুরা, জুলাই মাসে পেইচিংয়ে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। তবে চলতি বছরের গ্রীষ্মকাল বেশ আরামদায়ক। এ পর্যন্ত তেমন গরম পড়ে নি। মিষ্টি আবহাওয়া। বিশেষ করে সন্ধ্যাবেলায় রাস্তায় হাঁটার সময় কিংবা ঘরে থাকলে মনে হয় না, গ্রীষ্মকাল চলছে। এ সুন্দর ও আরামদায়ক গ্রীষ্মকালের প্রতি ভালবাসা জানিয়ে আজ আপনাদের এক মুঠো সুর শোনাবো। সুরের নাম 'শান্ত গ্রীষ্মকাল'।

বন্ধুরা, গ্রীষ্মকালে আপনারা কোথায় যেতে চান? সমুদ্রের তীরে? নাকি পাহাড়ের চূড়ায়? আমি উপকূলীয় অঞ্চলে যেতে পছন্দ করি। সৈকতে বসে সাগরের গান শুনি, নারিকেলের জল পান করি। কত ভালো লাগে। সৈকতে বসে বিশাল সাগরের জলরাশির কলধ্বণিতে মনে এক বিশেষ ভাবের জন্ম হয়। এবার শুনুন 'সাগরের গান'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, চীনে অনেক উচু উচু পাহাড় আছে। এক একটি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক এক রকম। কিছু সংখ্যালঘু জাতি পাহাড়ি অঞ্চলে বাস করেন। তাদের নিজস্ব সংস্কৃতি আছে। তারা নাচ গান করতে পছন্দ করেন। এবার শুনুন 'পাহাড়ী অঞ্চলের আনন্দের গান' নামের সুরটি।

শ্রোতা, চীনের ইতিহাসে চারজন খুব সুন্দরী নারী ছিলেন। তারা হলেন শিশি, ওয়াং চাও জু, তিয়াও ছান এবং ইয়াং ইয়ু হুয়ান। শিশি ছিলেন বসন্ত ও শরত রাজ্যের নারী। তিনি নদীর তীরে রেশমী কাপড় কাচতেন। তার মুখশ্রী অতিরিক্ত সুন্দর বলে নদীর জলে মাছগুলো তা দেখে লজ্জা পেয়ে ভেসে উঠতো না। বন্ধুরা, এখন শুনুন পিপা দিয়ে বাজানো 'শিশির কাপড় কাচার কাহিনী' নামে একটি চমত্কার সুর।

চীনের ইতিহাসে চার বিখ্যাত সৌন্দরী

'লিয়াং শান পো এবং জু ইং থাই' চীনের হান জাতির সবচেয়ে বিখ্যাত প্রেমকাহিনীগুলোর অন্যতম। এ কাহিনী কেবল চীনে নয়, সারা বিশ্বে প্রভাব ফেলেছিল। পশ্চিম চিন রাজবংশ থেকে এ কাহিনী প্রচলিত হয়েছে। আর এখন পর্যন্ত এই প্রেমকাহিনী নিয়ে ইতিহাস রচিত হয়েছে ১৭০০ হাজারের মত। প্রাচীনকাল থেকে এ পর্যন্ত অসংখ্য মানুষ এই যুগলের শোচনীয় প্রেম কাহিনী শুনে মুগ্ধ হয়েছেন। এই কাহিনী ঠিক যেন 'রোমিও-জুলিয়েট'-এর কাহিনীর মতো জনপ্রিয়। এবার শুনুন গুচান দিয়ে বাজানো 'লিয়াং শান পো ও জু ইং থাই' নামের মোহনীয় সুরটি।

লিয়াং শান পো ও জু ইং থাই

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনলেন। এ অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। ভাল থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040