Web bengali.cri.cn   
'সুরের ধারায়' ০৭/২৭- "জীবন, সে তো সুখের মানচিত্র"
  2015-07-27 18:31:36  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।

প্রিয় বন্ধুরা, এখন কিছুটা গরম পরেছে। তবে সাথে রয়েছে বৃষ্টির খেলা। তাই গরম খুব একটা মন্দ লাগছে না। তাই নয় কি? বৃষ্টির রিমঝিম শব্দ গরমকে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা এমন বৃষ্টির দিনে চা বা কফি খেতে খেতে মিষ্টি প্রেমের গান শুনলে কেমন হয়। মন্দ নয়; তাই না? চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি এক রোমান্টিক গানের জগতে। আশা করছি গানগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলেই আমার সফলতা।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো বেশ কয়েকটি মিষ্টি প্রেমের গান। নিশ্চয় শ্রুতিমধুর এসব গান আপনাদের মন জয় করতে পারবে।

শ্রোতাবন্ধুরা, প্রথমেই শুনুন "সুখ মানে" নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের কন্ঠশিল্পী লিউ রো ইং। লিউ রো ইংকে সবাই 'দুধ চা' নামে ডাকে। কারণ তার কণ্ঠ বেশ মিষ্টি। আচ্ছা, তাহলে শুনুন গানটি।

প্রিয় শ্রোতা, এখন শুনুন "কমলা সোডা" নামে একটি সুন্দর গান। গানটি গেয়েছেন তাইওয়ানের সঙ্গীত ব্যান্ড "নানছুয়ানমামা"। এই সঙ্গীত ব্যান্ডটি চারজন খুব মেধাবী তরুণ কণ্ঠশিল্পীকে নিয়ে গঠিত হয়েছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত এ ব্যান্ডের বেশ অনেকগুলো অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আচ্ছা বন্ধুরা, চলুন আমরা এখন গানটি শুনি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন "আগামীকালের পর" নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের কন্ঠশিল্পী চাং চিয়ে। হ্যাঁ, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা অনেক জনপ্রিয় হয়েছে। যারা খুব ভালো গান করেন এবং গায়ক বা গায়িকা হওয়ার স্বপ্ন লালন করেন মনে, তারা এসব প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকেই নিজেদের কণ্ঠ এবং মেধা সম্পর্কে বুঝতে পারেন। এ গানের কণ্ঠশিল্পী চাং চিয়ে এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেছেন। আজ তিনি সফল। আচ্ছা, আমরা এখন চাং চিয়ে'র কণ্ঠে গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি মিষ্টি প্রেমের গান। গানের নাম "তোমার কথা মনে পরলে ঘুমাতে পারি না"। গেয়েছেন কণ্ঠশিল্পী ওয়াং চেং। প্রিয় শ্রোতা, আপনার কি এমন অভিজ্ঞতা আছে? প্রিয় মানুষের মিষ্টি হাসি, প্রিয় মানুষের কথা, প্রিয় মানুষের সব কিছু মনে করে সারারাত জেগে থাকতে পারেন? হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা একসাথে এই রোমান্টিক গানটি শুনি।

প্রিয় শ্রোতা, আপনারা কি হাওয়াই মিঠাই খেয়েছেন? নিশ্চয় খেয়েছেন। আমাদের দেশের মত আপনাদের দেশেও বিভিন্ন রঙের হাওয়াই মিঠাই পাওয়া যায়। আমি শুনেছি, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান-পার্বনে মেলাসহ নানা জায়গায় হাওয়াই মিঠাই বিক্রি হয়। বিভিন্ন রঙের হাওয়াই মিঠাই খেতেও যেমনি মিষ্টি, দেখতেও বেশ আকর্ষণীয়। তাহলে এখন আপনাদের শোনাবো "হাওয়াই মিঠাই" নামে একটি প্রেমের গান। গানটি গেয়েছে সঙ্গীত ব্যান্ড Top Combine (টপ কম্বাইন)। গানটি হাওয়াই মিঠাইয়ের মতই মিষ্টি। শুনুন তাহলে মিষ্টি এ গানটি।

বন্ধুরা, জীবনের অপর নাম ভালোবাসা। ভালোবাসা থাকলে জীবন সুন্দর হয়, ভালোবাসা থাকলে পৃথিবী সুন্দর হয়। প্রকৃত ভালোবাসা মানুষের জীবনকে পরিপূর্ণ করে। সত্যি ভালোবাসা মানুষের জীবনকে সত ও সঠিক পথে পরিচালিত করে। তাহলে চলুন, আমরা এখন একটি চীনা গানের মাধ্যমে ভালোবাসার শক্তি উপভোগ করি। এই গানের শিরোনাম "ভালোবাসা"। গেয়েছেন কণ্ঠশিল্পী ছাও কো।

প্রিয় শ্রোতা, এখন শুনুন "সুখের মানচিত্র" নামে একটি অসাধারণ সুন্দর গান। হ্যাঁ, যদি সুখের মানচিত্র বলে কিছু থাকে তাহলে আমরা নিশ্চয়ই তা নিয়ে খুব তাড়াতাড়ি সুখের দিকে এগিয়ে যেতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা এ গানটি শুনি। গানটি গেয়েছেন হংকং-এর কণ্ঠশিল্পী সিয়াও ইয়া সুয়ান।

প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর এবং মধুর প্রেমের গান। এ গানের নাম "তোমাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি"। গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্পী সুই রো সুয়ান। তাহলে শুনুন গানটি।(শুয়েই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040