Web bengali.cri.cn   
শুয়াংলাংয়ে 'পাই জাতির চিত্রকলা সংস্থা'র কার্যক্রম এখন আরো বেগবান
  2015-08-08 17:09:24  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

বন্ধুরা, আমি এবং আমার সহকর্মী মোহাম্মদ তৌহিদ শরত গত সপ্তাহে ইউনান প্রদেশে সক্ষাত্কার গ্রহণ করেছি। আজকের অনুষ্ঠানে আমরা প্রথম শুনবো তৌহিদের লেখা একটি প্রতিবেদন।

(তৌহিদ রেকর্ডিং)

চীনের ইউন নান প্রদেশের ঐতিহ্যবাহী স্বায়ত্তশাসিত জেলা তালির অন্যতম আকর্ষণীয় থানা শুয়াংলাং। আর এখানেই রয়েছে পাই জাতির চিত্রকলা সংস্থা। এ সংস্থার চিত্রশিল্পীরা বিনামূল্যে ছবি আঁকা শেখা ও পরবর্তী পর্যায়ে এ সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পান। এ সংস্থার অফিস ও কাজের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ও নির্মল যে, প্রথম দর্শনেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন যে কেউ।

এ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন শেন চিয়ানহুয়া। তিনি মূলত চীনের শাংহাইয়ের মানুষ। ৬০ এর কোঠায় পা দেওয়া শেন একজন চিত্রশিল্পী। শাংহাইয়ের ব্যস্ততম নাগরিক জীবনের মায়া কাটিয়ে তালি জেলার শুয়াংলাংয়ে এসে বাসা বাধেন তিনি। তা ছাড়া, তার স্ত্রীর শরীরটাও ভালো যাচ্ছিল না। তাই অনেকটা প্রয়োজনেই স্থান পরিবর্তন করতে হয় তাকে। বেছে নেন তালির সবচেয়ে নির্মল স্থানটি। এখন এখানেই স্ত্রী, কন্যাসহ তার জীবন। পাশাপাশি ছবি আাঁকাআঁকির কাজটি হয়েছে আরো বেগবান, পেয়েছে ভিন্ন মাত্রিক প্রাতিষ্ঠানিক রূপ।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ সংস্থাটি দাঁড় করান তিনি। তালির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পাই জাতির লোকজনের ছবি আঁকা দিয়েই শুয়াংলাংয়ে শুরুটা হয় তার। ক্রমান্বয়ে পাই জাতির লোকজনের প্রিয় বন্ধুতে পরিণত হন শিল্পীগুরু শেন। তারাও ছবি আঁকার আগ্রহ প্রকাশ করেন। আর তখনই শিল্পীগুরুর মাথায় আসে পরিকল্পনাটি। ছবি আঁকা শেখানো ও তাদের আঁকা ছবি বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি দরিদ্র পাই জাতির লোকদের সহায়তার মহান স্বপ্ন দেখেন শিল্পীগুরু শেন। শুরু হয় তার নতুন যাত্রা।

২০১২ সালে শুয়াংলাংয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন তিনি। কিন্তু, তালি ও শুয়াংলাং থানার পর্যটন জনপ্রিয়তা বাড়তে থাকায় মানুষের কৌতূহলের চাপে শেষ পর্যন্ত প্রথম অফিসটি টিকিয়ে রাখা গেল না। কিন্তু মহান স্বপ্নকে চাপা দেয় সাধ্য কার! চিত্রশিল্পীদের ছবি আঁকার মতো পরিবেশ নিশ্চিত করতে ভূমি থেকে প্রায় দুই হাজার মিটার উঁচু পাহাড়ের ওপরে নতুন কার্যালয় খোলেন তিনি। প্রকৃতির কোলে হোং শান পাহাড়ের ওপর সংস্থার নতুন অফিসটি আরো যেনো পূর্ণতা পেল এবার।

পাহাড়ের গা বেয়ে লাল মাটি ও পাথরের ভয়াবহ পথ পাড়ি দিয়ে সপ্তাহে দু'দিনের জন্য শিল্পীদের নিয়ে যাওয়া হয়। এ দু'দিন শিল্পীদের থাকা, খাওয়া, ছবি আঁকার যাবতীয় সামগ্রী এবং পরিবেশ ও প্রশিক্ষণ সবই দেন মহান এ মানুষটি। বিনিময়ে কিছুই নেন না তিনি। বরং, শিল্পীদের আঁকা ছবিগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তা তুলে দেন দরিদ্র শিল্পীদের হাতে। আর তা পেয়ে দারুণ খুশি ও সচ্ছল হয়ে উঠছেন শিল্পীরা। তাই ক্রমেই বাড়ছে তাদের আগ্রহ।

পরম আগ্রহ ও যত্নে আঁকা প্রতিটি ছবি যেনো একেকটি গল্প। শিল্পীদের যে কোনো ছবির দিকে তাকালে দর্শক এক মুহূর্তে হারিয়ে যাবেন সে গল্পের মধ্যে। রংয়ের তুলিতে ফুটে উঠেছে প্রকৃতির গল্প, মহামতি বুদ্ধের প্রতি ভালোবাসা, গাছের ঘন ডালপালার আড়ালে পাখিদের অন্তরঙ্গ মুহূর্ত। কোনো ছবিতে দেখা যাচ্ছে জলাশয়ের মধ্যে পরম নির্ভরতায় ছুটে বেড়াচ্ছে রুই মাছ, কোথাও উৎসব-পার্বণের গল্প। ছবির গল্প, তুলির রং-বেরংয়ের আঁচড় আর শিল্পীদের আন্তরিকতার ছোঁয়ায় প্রতিটি ফ্রেম যেন জীবন্ত হয়ে উঠেছে।

শুয়াংলাংয়ে পাই জাতির দারিদ্র্য কবলিত জনগোষ্ঠীর শিল্পীরা আজ খুশি। তারা তাদের স্বপ্নকে বাস্তবে তুলে ধরতে পারছে, স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারছে। এটি যেনো শিল্পীদের পরম পাওয়া।

ইউন নানের তালি জেলার শুয়াংলান থেকে মোহাম্মদ তৌহিদ।

০৯/০৬/১৫

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন তৌহিদ ইউনান প্রদেশে লেখা একটি প্রতিবেদন। এখন আমি আমাদের মনিটর দিদারুল ইকবালের শ্রোতাদের সঙ্গে নেয়া স্বাক্ষাত্ শুনাবো।

এসব শ্রোতা আমাদের মোবাইল কনফরেন্সে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিশেনার্স ক্লাবের দেবাশিষ গোপ আমাদেরকে তাঁর অডিও মতামত পাঠিয়েছেন। এখন আমরা একসাথে তার মতামত শুনবো।

(রেকর্ডিং ১)

আচ্ছা, আমরা বন্ধু দেবাশিষ গোপকে নিয়মিত আমাদের মতামত পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

ময়মনসিংহ জেলার মনির হোসেন (মনির) আমাদেরকে অডিও মেসেজ পাঠিয়েছেন। এখন আমরা একসাথে তাঁর মতামত শুনবো।

আচ্ছা, ভাই মনির, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনার অভিযোগ বা অনুরোধ আমরা অবশ্যই বিবেচনা করবো। আশা করি, ভবিষ্যতে আপনি নিয়মিত আমাদেরকে অডিও বার্তা পাঠাবেন। ধন্যবাদ।

(রেকর্ডিং ২)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040