Web bengali.cri.cn   
বিদেশে চীনের সরাসরি বিনিয়োগ বাড়ছে
  2015-08-17 18:20:08  cri

বিদেশে চীনের সরাসরি বিনিয়োগ বাড়ছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়কালে বিভিন্ন দেশে চীন প্রকল্প খাতে সরাসরি বিনিয়োগ করেছে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিদেশে চীনের সরাসরি বিনিয়োগের কৌশলগত নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। চলতি বছর বিদেশে চীনের সরাসরি বিনিয়োগ ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বিদেশে চীনের সরাসরি বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ে চেয়ে ২০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৩৫০ কোটি মার্কিন ডলারে। এসময় বিভিন্ন দেশের সাথে চীনের নতুন করে প্রকল্পচুক্তি স্বাক্ষরিত হয় ১১০০০ কোটি মার্কিন ডলারের, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩.৭ শতাংশ বেশি।

উপাত্তে আরও দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম সাত মাসে চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলো 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন ৪৮টি দেশে মোট ৭৩৯ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৮.৫ শতাংশ বেশি। তা ছাড়া, এসময় যুক্তরাষ্ট্রেও চীনের বিনিয়োগের পরিমাণ বিপুল পরিমাণ বেড়েছে; ৩৮.৮ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ডলারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিনিয়োগ বিভাগের প্রধান চৌ লিউ চুন জানান, এ বছর বিভিন্ন দেশের নির্মাণশিল্পে চীনের বিনিয়োগ বৃদ্ধির হার ছিল তুলনামূলকভাবে দ্রুততর। তিনি বলেন, "বিভিন্ন দেশের নির্মাণশিল্পে চীনের বিনিয়োগ বেড়েছে ৬০ শতাংশের বেশি। বিশেষ করে সাজসরঞ্জাম নির্মাণশিল্পে বিনিয়োগ বৃদ্ধির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। আমাদের ছয় হাজারের বেশি শিল্প-প্রতিষ্ঠান বিদেশে নির্মাণশিল্পে কাজ করছে। বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বিভিন্ন প্রকল্পে আমাদের শিল্প-প্রতিষ্ঠানের অংশগ্রহণ। আমাদের শিল্প-প্রতিষ্ঠানগুলো বিদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগও করছে। এ ক্ষেত্রে তাদের পারফরমেন্স উচ্চ পর্যায়ের। বেশকিছু চীনা শিল্প-প্রতিষ্ঠান বিদেশি উন্নতমানের কোম্পানির সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে এবং যৌথভাবে শিল্পোন্নত দেশের প্রকল্পবাজার অন্বেষণ করছে।"

চৌ লিউ চুন মনে করেন, বিদেশে চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলোর কর্মতত্পরতা বৃদ্ধির সাথে একাধিক বিষয় সংশ্লিষ্ট। বিষয়গুলো হচ্ছে: প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ, 'এক অঞ্চল, এক পথ' কৌশল, বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় চুক্তি ইত্যাদি।

চৌ লিউ জুন বলেন, "অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ার প্রেক্ষাপটে চীনে উন্নয়নের যে প্রবল প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশের অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি রূপান্তর ও কাঠামো বিন্যাসের জন্য অনুকূল। এটা সার্বিকভাবে বিশ্ব অর্থনীতির জন্যও কল্যাণকর। চীনে সুষ্ঠু উন্নয়নের এ প্রবণতা বজায় থাকলে গোটা বিশ্ব উপকৃত হবে।"

বাণিজ্য মন্ত্রণালয় মনে করে, চলতি বছর বিদেশে চীনের সরাসরি বিনিয়োগ বৃদ্ধির হার ১০ থেকে ১৫ শতাংশ হবে। চৌ লিউ চুন বলেন, "আমরা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দিতে চাই। আমরা মনে করি, এখন গুণগত মান উন্নত করা ও পদ্ধতি রূপান্তরের মাধ্যমে উন্নয়ন অর্জনের উত্তম সময়। আমরা এখন কৌশলগত সুযোগ সৃষ্টি ও তা কাজে লাগানোর সুবর্ণ সুযোগ পেয়েছি। আমাদের শিল্প-প্রতিষ্ঠানগুলো সরকারের সমর্থন নিয়ে নির্ভয়ে বিদেশে বিনিয়োগ করতে পারে। তাদের সামনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে ব্যবসা করার ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা আশা করি, আমাদের শিল্প-প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিল্প সহযোগিতার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং আরও দ্রুত বিকশিত হবে।"

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের শেষ নাগাদ পর্যন্ত বিদেশে চীনের সরাসরি প্রকল্প বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩.৯৭ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি বা ৬৪,৬৩০ কোটি মার্কিন ডলার। অর্থাত চীন বর্তমানে অন্যতম প্রধান নিট মূলধন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এ প্রবণতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন।(ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040