Web bengali.cri.cn   
চীনের সবচেয়ে বিখ্যাত বেহালা সুর "লিয়াং চু"
  2015-08-18 18:10:30  cri


১৯৫৯ সালের ২৭ মে সুরকার হো চান হাও এবং চেন কাংয়ের অপূর্ব সৃষ্টি 'লিয়াং চু' নামের এই বেহালার সুর শাংহাইয়ের লানসিন থিয়েটারে প্রথমবারের মতো পরিবেশন করা হয়। এ সুরটি এখন পর্যন্ত চীনের সবচেয়ে বিখ্যাত বেহালার সুর। এই সুর দিয়ে সিমফনির জাতিগত রূপান্তর বাস্তবায়িত করা হয়েছে।


'লিয়াং চু' চীনের অত্যন্ত প্রচলিত একটি লোককাহিনী। অনেক অনেক বছর আগে, চু ইং থাই নামে এক মেয়ে ছেলেদের পোশাক পড়ে স্কুলে যেতো। লিয়াং শান পো নামে একটি ছেলে ছিলো তার সহপাঠী। এ দু'জনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। তারা পরস্পর পরস্পরকে ভাই ভাই বলে ডাকে। সারাক্ষণ দুজনে এক সাথে সময় কাটায়। একসাথে খায়, থাকে, আড্ডা দেয়। কিন্তু লিয়াং শান পো কখনোই বুঝতে পারেনি, চু ইং থাই একজন মেয়ে।

এদিকে হলো কি, এভাবে মেলামেশা করতে গিয়ে চু ইং থাই মনে মনে লিয়াং শান পোকে ভালোবেসে ফেলে। কিন্তু সে তা প্রকাশ করেনি। দেখতে দেখতে এক সময় তাদের স্কুল জীবন শেষ হয়ে যায়। স্কুলের পাট চুকিয়ে বিদায়ের সময় লিয়াং শান পো অনেক দূর পর্যন্ত চু ইং থাইকে পৌঁছে দেয়। তারা কথা দেয়, দু'মাস পর পর চু ইং থাইয়ের বাসায় তাদের দেখা হবে।

চু ইং থাই চলে যাওয়ার পর লিয়াং শান পো তার শিক্ষকের স্ত্রীর কাছে জানতে পারে, চু ইং থাই একজন মেয়ে। এ খবর শুনে সে তো মহাখুশি। এর কয়েক মাস পর লিয়াং শান পো মহানন্দে চু'র বাসায় যায়। সেখানে গিয়ে দেখে, চু'র বাবা-মা 'মা' পরিবারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে।

লিয়াং শান পো আসতে দেরি করেছে বলে মনে মনে ভীষণ অনুতপ্ত হয়। বাসায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে অল্প দিন পর সে মারা যায়। পরের বছর চু ইং থাইয়ের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুড়বাড়ি যাওয়ার পথে লিয়াং শান পোর কবরস্থান অতিক্রম করার সময় হঠাত প্রচন্ড বাতাস ওঠে। চু ইং থাইয়ের পালকি আর সামনে দিকে যেতে পারে না। চু ইং থাই পালকি থেকে নামার পর ভীষণ অবাক হয়! তাকিয়ে দেখে লিয়াং শান পোর কবর হঠাত ভেঙ্গে গেছে। সে বুঝতে পারে, লিয়াং শান পো তাকে খুব মিস করছে। ফলে সে লাফ দিয়ে কবরের ভেতর ঢুকে যায়। আশেপাশের লোকেরা তাকে টেনে ধরতে চাইলেও ব্যর্থ হয়। এরপর ওই কবর থেকে দু'টি সুন্দর রং ঝলমলে প্রজাপতি উড়তে উড়তে বেড়িয়ে আসে। আজো লোকেরা বলে, এ দু'টি প্রজাপতি আসলে লিয়াং শান পো এবং চু ইং থাইয়ের আত্না।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040