Web bengali.cri.cn   
'বার্লিন আন্তর্জাতিক ইলেকট্রনিক পণ্য প্রদর্শনী,২০১৫'-এচীনের পণ্য
  2015-09-07 19:00:27  cri

বিশ্বের বৃহত্তম 'আন্তর্জাতিক ইলেকট্রনিক পণ্য প্রদর্শনী, ২০১৫' শুরু হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। ৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অন্য অনেক দেশের মত চীনে তৈরি বিভিন্ন পণ্যও ঠাঁই পেয়েছে। এখন শুনুন এ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন।

‌বার্লিন আন্তর্জাতিক ইলেকট্রনিক পণ্য প্রদর্শনী হচ্ছে বিশ্বে এধরনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী। এখানে মূলত আবাসিক ভবনগুলোতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম প্রদর্শিত হয়। স্বাভাবিকভাবেই এ প্রদর্শনীতে চীনের অনেক শিল্প-প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ বছর বার্লিন প্রদর্শনী কেন্দ্রের ২৯ নম্বর প্যাভিলিয়নে স্থান পেয়েছে চীনের উন্নতমানের অনেক পণ্য। ৪ সেপ্টেম্বর দুপুরে চীনা প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানিতে চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলার ওয়াং ওয়েই তোং বলেন, "চীনা প্যাভিলিয়নে চীনে তৈরি সর্বাধুনিক ইলেকট্রিক পণ্যের প্রদর্শনী চলছে। এটা চীনের গৃহস্থালী ইলেকট্রনিক সরঞ্জাম তথা ইলেকট্রনিক পণ্য প্রদর্শনের একটি ভাল প্লাটফর্ম। আমি বিশ্বাস করি, এ প্যাভিলিয়ন চীনের ব্র্যান্ড আরও জনপ্রিয় করে তুলতে ভূমিকা রাখবে।"

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগেএ মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন ব্যুরো এবং চীনের যন্ত্রপাতি ও ইলেক্ট্রনিক সামগ্রী আমদানি-রফতানি বণিক সমিতি যৌথভাবে 'চীনা প্যাভিলিয়ন' আয়োজন করেছে। প্যাভিলিয়নের এবারের শ্লোগান হচ্ছে: 'উদ্ভাবনশীল চীনের প্রতি পৃথিবীর দৃষ্টি আকর্ষণ'। হাইয়ার, হাইসিন, টিসিএল, গেলি, মেইডি, গলানশি'সহ চীনের ১৬টি বিখ্যাত গৃহস্থালী ইলেক্ট্রনিক পণ্যের ব্র্যান্ড প্রদর্শনীতে স্থান পেয়েছে।

চীনের যন্ত্রপাতি ও ইলেক্ট্রনিক সামগ্রী আমদানি-রফতানি বণিক সমিতির ঊর্ধ্বতন বাণিজ্য কমিশনার ইয়ু চি ফু বলেন, চীনের গৃহস্থালী ইলেক্ট্রনিক পণ্য শিল্প বিগত চল্লিশ বছর ধরে উন্নয়নের পথে আছে। শূন্য থেকে শুরু করে এ শিল্প এখন অনেক বড় হয়েছে। এখন চীনে পৃথিবীর সবচে' বেশি রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার-কন্ডিশনার, মোবাইল ফোনইত্যাদি উত্পন্ন হচ্ছে। পাশাপাশি এসব পণ্যের সবচে' বড় ভোক্তাদেশও চীন।

ইয়ু চি ফু জোর দিয়ে বলেন, "এবারের চীনা প্যাভিলিয়নে প্রদর্শিত সকল চীনা পণ্যই বিশ্ব-বিখ্যাত ইলেক্ট্রনিক পণ্য উত্পাদনকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর তৈরি। চীনা প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্যগুলো এক্ষেত্রে চীনের প্রতিনিধিত্ব করছে। এসব পণ্য দেখলে এ শিল্পে চীন যে অনেকদূর এগিয়েছে, তা সহজেই বোঝা যায়। এসব পণ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।"

চীনা প্যাভিলিয়নে কর্মরত একজন কর্মী জানালেন, রেফ্রিজারেটরে খাবার টাটকা রাখার প্রযুক্তি, এয়ার-কন্ডিশনারের আর-২৯০ প্রযুক্তি, পানিমুক্ত কাপড় ধোয়া যন্ত্র, বুদ্ধিমান রোবট, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষা, গৃহস্থালী ইলেক্ট্রনিক পণ্যে সবুজ প্রযুক্তি ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে চীন লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। এ প্রসঙ্গে ইয়ু চি ফু বললেন, চীনের কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক বছরগুলোতে মেধাস্বত্ব রক্ষার ওপর গুরুত্ব দেওয়ায় এবং নকল পণ্য উত্পাদন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় এ অগ্রগতি অর্জন সহজতর হয়েছে।

ইয়ু চি ফু বলেন, "চীনের এ শিল্প-প্রতিষ্ঠানগুলোর নতুন পণ্য নিয়ে গবেষণা করার সামর্থ্য আছে। তাদের নিজস্ব প্রযুক্তি আছে, আছে পেটেন্ট। চীন সরকার মেধাস্বত্ব রক্ষায় এবং পণ্য নকলের প্রবণতা রোধে সম্ভাব্য সবকিছু করছে। সরকার বরাবরই এ ব্যাপারে একটি নীতি মেনে চলেছে। বস্তুত মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বহু বছর ধরেই নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছি।"

বার্লিনের এবারের প্রদর্শনীতে চীনা প্যালিভিয়ন ছাড়াও আছে বিভিন্ন চীনা শিল্প-প্রতিষ্ঠানের নিজস্ব স্টল। বার্লিন ইলেকট্রনিক পণ্য প্রদর্শনীর মহা-তত্ত্বাবধায়ক ইয়েনস হেইথেকা মনে করেন, এ বছর প্রদর্শনীতে আসা চীনা শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা যেমন আগের তুলনায় বেড়েছে, তেমনি প্রদর্শনীতে স্থান পাওয়া চীনা পণ্যের মানও বেড়েছে। তিনি বলেন, "এবার দেড় শতাধিক চীনা শিল্প-প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। শুধু যে অংশগ্রহণকারী শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে তা নয়, বেড়েছে তাদের পণ্যের গুণগত মানও। তা ছাড়া, এবার চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে যেভাবে তাদের স্টোরগুলো সাজিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।"

বার্লিন ইলেক্ট্রনিক পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ১ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মোট ১৬৪৫টি শিল্প-প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। উদ্যোক্তাদের অনুমান অনুযায়ী, ছয় দিনের এই প্রদর্শনী ২ লক্ষাধিক দর্শক আকর্ষণ করবে এবং মেলায় ব্যবসায়ীদের সম্ভাব্য অর্ডারের মূল্য গত বছরের ৪২৫ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040