Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --২০১৫/৯/১৪
  2015-09-14 20:04:00  cri

১. চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তার দেশের অর্থনীতিতে কোনো আকস্মিক ধসের ঘটনা ঘটবে না। আর অর্থনীতিতে যেটুকু ঝুঁকি রয়ে গেছে তা মোকাবিলার ক্ষমতাও সরকারের আছে। তিনি গত বৃহস্পতিবার চীনের তালিয়ান শহরে বিশ্ব অর্থনীতি ফোরামের গ্রীষ্মকালীন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীনের অর্থনীতি কিছু ওঠানামা মেনে নিয়ে সুষ্ঠুভাবে চলছে। চলতি বছরের প্রথমার্ধে দেশের অর্থনীতিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও, কিছু কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। তবে, এ চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য চীনা সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতির জন্য অনুকূল। চলতি বছরের প্রথমার্ধে বিশ্ব অর্থনীতিতে যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তার ৩০ শতাংশই চীনের অবদান বলেও তিনি উল্লেখ করেন।

২. চীনের মূল ভূখণ্ডে সরাসরি বিদেশি বিনিয়োগ তথা এফডিআই বেড়েছে। গত অগাস্টে এফডিআই এসেছে ৮৭১ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম আট মাসে অর্থখাত বহির্ভূত খাতে এফডিআই এসেছে ৮৫৩৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯.২ শতাংশ বেশি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে চীনের মূল ভূখণ্ডে এফডিআই এসেছে ৫১২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৪ শতাংশ বেশি।

৩. চীনে ইউয়ানে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। গত অগাস্টে ইউয়ানে ঋণ বিতরণ করা হয় ৮০৯৬০ কোটি। গত বছরের একই সময়ে ইউয়ানে ঋণ বিতরণ করা হয়েছিল এর চেয়ে ৪৯০০ কোটি কম। গত শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

৪. চীনের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো গত অগাস্টে ২৪,৫০০টি নতুন জ্বালানিচালিত গাড়ি উত্পাদন করে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৭২ শতাংশ বেশি। এসব গাড়ির মধ্যে ৬৫ শতাংশই যাত্রিবাহী গাড়ি এবং বাকিগুলো বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নির্মিত গাড়ি। সম্প্রতি দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এর আগের মাস অর্থাত জুলাইয়ে কোম্পানিগুলো নতুন জ্বালানিচালিত গাড়ি উত্পাদন করেছিল ২০,৪০০টি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে চীনের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো ১২৩,৫০০টি নতুন জ্বালানিচালিত গাড়ি উত্পাদন করে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৯৭ শতাংশ বেশি।

৫. বাংলাদেশে পণ্য রফতানি খাতে বিগত ২৩ মাসের মধ্যে সবচে' বেশি ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে গেল অগাস্টে। মাসটিতে ২৭৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের ২১৬ কোটি ডলারের চেয়ে ২৭.৭৩ শতাংশ বেশি। সম্প্রতি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করে।

তবে, এক মাসের হিসাবে ভাল করলেও, সামগ্রিকভাবে দেশের পণ্য রফতানিতে তেমন প্রবৃদ্ধি অর্জিত হয়নি। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-অগাস্টে রফতানি খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে পণ্য রফতানি করে দেশ আয় করে ৫৩৮ কোটি ৪৩ লাখ ডলার, যা ৫৬৫ কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৪.৮২ শতাংশ কম। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে অবশ্য এ খাতে দেশ ৫১৪ কোটি ডলার আয় করেছিল।

ইপিবি'র তথ্য অনুসারে, মোট পণ্য রফতানি আয়ের মধ্যে ৮৩ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ খাতে আয় হয়েছে ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২.৮৫ শতাংশ কম। জুলাইয়ের তুলনায় অগাস্টে পোশাক রফতানি খাতে পরিস্থিতির বেশ উন্নতি ঘটে।

৬. এদিকে, জিন রহস্য উন্মোচনের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হলেও, বাংলাদেশ থেকে পাট রফতানি গত পাঁচ বছরে কমেছে। ২০১০-১১ অর্থবছর থেকে পরবর্তী পাঁচ বছরে এর আগের পাঁচ বছরের চেয়ে পাট রফতানি ২৬৩৭ লাখ বেল কমেছে বলে সম্প্রতি সংসদে জানান বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামানিক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ৫ বছরে মোট ১১১০৮ লাখ বেল পাট রপ্তানি হয়েছিল। আর ২০১১-১২ থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ৫ বছরে ৮৪৩৭ লাখ বেল পাট রফতানি হয় হয়।

৭. স্বচ্ছতার দিক থেকে বাংলাদেশের বাজেট দক্ষিণ এশিয়ায় শীর্ষে। এ ক্ষেত্রে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে দেশটি। এই তথ্য জানা গেছে 'ওপেন বাজেট জরিপ, ২০১৫'-এর ফল থেকে। বিশ্বব্যাপী সম্প্রতি এ জরিপের ফল প্রকাশিত হয়। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ১০২টি দেশের ওপর এ জরিপ চালায়। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে কাজটি করে থাকে।

অবশ্য, জরিপে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে ৫৬ পেয়েছে। স্কোর ৬০-এর নিচে থাকার মানে হচচ্ছে ওই বাজেট যথেষ্ট স্বচ্ছ নয়। বাজেটের সীমিত তথ্যই দেশের মানুষকে জানানো হয়।

এদিকে, জরিপ অনুসারে বাজেট প্রণয়ন-প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশের পয়েন্ট ১০০-এর মধ্যে মাত্র ২৩। এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান।

জরিপ অনুযায়ী, সবচেয়ে স্বচ্ছ বাজেট হয় নিউজিল্যান্ডে। দেশটির পয়েন্ট ১০০-এর মধ্যে ৮৮। এর পরের চারটি স্থানে আছে সুইডেন (৮৭), দক্ষিণ আফ্রিকা (৮৬), নরওয়ে (৮৪) ও যুক্তরাষ্ট্র (৮১)। আর এ তালিকার সবচে' নিচের দিকে আছে সৌদি আরব, কাতার, মিয়ানমার, লেবানন ও ইরাক।

উল্লেখ্য, বাংলাদেশের অংশের জরিপটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ। এ নিয়ে পঞ্চমবারের মতো এই জরিপ প্রকাশ করল ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ।

৮. ব্যাঙ্কের এটিএম খোলায় এবার বিদেশি সংস্থাকে ছাড়পত্র দিল ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতিক দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ধরনের এটিএম খোলার ব্যবসায় সরাসরি ১০০% বিদেশি বিনিয়োগের অনুমতি দেয়। নিজেরা ব্যাঙ্ক না-হলেও এটিএম চালাতে পারবে আগ্রহী বিদেশি সংস্থাগুলো।

টাটা ইন্ডিক্যাশ, মুথুট ফিনান্সের মতো বেশ কিছু সংস্থাকে এর আগে ব্যাঙ্ক না-হলেও এটিএম চালানোর ব্যবসার অনুমতি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই এটিএম-গুলি যেহেতু কোনও নির্দিষ্ট ব্যাঙ্কের নয়, তাই এদের বলা হয় হোয়াইট লেবেল এটিএম। এবার এই ব্যবসাতেই একশ' ভাগ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগর অনুমতি দেওয়া হল। কেন্দ্রের ধারণা, এতে প্রত্যন্ত এলাকাতেও এটিএম পরিষেবা পৌঁছাবে।

৯. পাকিস্তানে প্রাবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দু'মাস জুলাই-অগাস্টে প্রবাসী পাকিস্তানিরা মোট রেমিট্যান্স পাঠায় ৩১৯ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.৪ শতাংশ বেশি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ তথ্য জানায়।

ব্যাংকের তথ্য অনুসারে, পাকিস্তানিরা সবচে' বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার মজুত ১৮৬০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

১০. পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত গাড়ির বিক্রি বেড়েছে। জুলাই ও অগাস্টে স্থানীয়ভাবে সংযোজিত গাড়ি বিক্রি হয়েছে ২৯,১৬৮ ইউনিট, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৭ শতাংশ বেশি। পাকিস্তান অটোমোটিভ ম্যানিউফ্যাকচারারস্‌ অ্যাসোসিয়েশান (পিএএমএ) সম্প্রতি এ তথ্য জানায়।

সংস্থার হিসেব অনুসারে, ওই সময়কালে টয়োটা করল্লা ও সুজুকির বাহন বেশি বিক্রি হয়েছে। অন্যদিকে, হোন্ডা সিভিকের বিক্রি কমেছে। (আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040