Web bengali.cri.cn   
থান ওয়ে ওয়ে'র কন্ঠে গান
  2015-09-16 13:13:28  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন? আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান, আমি আপনাদের বন্ধু সুবর্ণা। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য চীনের তরুণী গায়িকা মিস থান ওয়ে ওয়ে'র গাওয়া কয়েকটি গান নিয়ে হাজির হয়েছি।

বন্ধুরা, মিস থান ওয়ে ওয়ে ১৯৮২ সালের ৮ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের জিকং জেলায় জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি চীনে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। ২০০৩ সালে চীনের স্বর্ণ নথি পুরস্কারের যুব সনদ লাভ করেন। ২০০৫ সালে ভিয়েনায় চীনের বসন্ত উত্সবের সংগীতানুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন তিনি।

২০০৬ সালে চীনের হুনান টেলিভিশন আয়োজিত 'সুপার মেয়ে' সঙ্গীত প্রতিযোগিতায় তিনি ছেংতু এলাকা থেকে চ্যাম্পিয়ন হন এবং সারা চীনে দ্বিতীয় স্থান অধিকার করে। তারপর তার প্রথম গানের অ্যালবাম 'যদি প্রেমে না পড়ে' প্রকাশনা করেন। ২০০৭ সালে সঙ্গীতবিষয়ক নাটক 'প্রজাপতি'-তে তিনি অভিনয় করেন। ২০০৮ সালের এপ্রিল মাসে তিনি প্রথমবারের মতো পেইচিংয়ে ব্যক্তিগত কনসার্টের আয়োজন করেন।

২০০৯ সালে 'পরিচিত' গানের মাধ্যমে চীনের তাইওয়ান প্রদেশের 'স্বর্ণ ঘোড়া' চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ স্বরচিত গানের পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি 'আমি গায়িকা' অনুষ্ঠানে যোগ দেন এবং ফাইনাল প্রতিযোগিতার ভালো রেকর্ড করেন।

বন্ধুরা, মিস থানের পরিচয় দেয়ার পর এখন তার কণ্ঠে গান শোনাবো। প্রথম যে গানটি শুনবেন তার নাম 'ভালোবাসার আলো'।

গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, বিশাল আকাশে শাশ্বত এক মূহুর্ত/বিশ্ব যেন এক ছোট্ট বালুকণা বা একটি ফুলের মতো/স্বপ্নের কাপড় পড়ে আমি দূর-দুরান্তে যাই/দূর-দুরান্ত মিস করে শুধু জন্মস্থানের জন্য গান গাই/স্বপ্ন আলোর মতো ভালোবাসার দিকে নির্দেশ করে/ভালোবাসা যত স্নেহপ্রবণ মন তত বড়/ভালোবাসার আলো মেঘ অতিক্রম করে মাটিকে উষ্ণ করে/তা শাশ্বতের শক্তি/ভালোবাসার আলোয় আশার সুগন্ধ অনুভব করা যায়/আমার মন বিস্ময়ের চোখে গান গায়/স্বপ্নের কাপড় পড়ে আমি দূর-দুরান্তে চাই/দূরের পথ মিস করে শুধু জন্মস্থানের জন্য গান গাই...। বন্ধুরা, পরের গানের নাম 'ত্যাগ করার আগে আমাকে জাগিয়ে দাও'। এ গানের লেখক চীনের বিখ্যাত রক শিল্পী ওয়াং ফেং।

গানের কথা এমন, শীতকাল চলে যায়, ছোট গাছের আঙ্গুর বড় হয়ে ওঠে/বসন্তকালের আলো প্রেমের মতো উষ্ণ ও উজ্জ্বল/তুমি আমাকে যা বলেছিলে, তা শুধু স্বপ্ন/সময়ে সব শেষ হয়ে যায়/ত্যাগ করার আগে আমাকে জাগিয়ে দাও/যদিও দুঃখের সঙ্গে ত্যাগ করতে হবে/নদী শুল্ক হয়ে গেছে, আকাশও অনুর্বর....।

প্রিয় বন্ধুরা, পরের গানের নাম খুবই মজার। এ গানের নামকরণ করা হয়েছে মিস থানের ডাক নাম দিয়ে। চীনের বিখ্যাত লেখক কাও সিয়াও সোং তার জন্য এ গানটি রচনা করেন। এ গানে মিস থান সঙ্গীত জগতে প্রবেশ করার পর তার জীবনের নানা অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। চলুন, একসাথে গানটি শুনি আমরা।

বন্ধুরা, মিস থানের গাওয়া গান শুনতে কেমন লাগছে? পছন্দ করছেন কি? আপনারা এখন যে গানটি শুনচ্ছেন তার নাম 'স্বর্গে শাপলা ফুল ফুঁটেছে'। এটি মিস থানের নিজের লেখা গান। এ গানে বলা হয়েছে, সামনের দিকে হাঁটলে চোখে শুধু স্বর্গ দেখা যায়/সুন্দর গানের সুরের সাথে যেন শাপলা ফুল ফোঁটে/শান্ত দুনিয়ায় নিঃশ্বাস পড়ে, মেঘও প্রশান্ত/কানের পাশে ফিস্ ফিস্ শব্দে শরীরে শিহরণ বয়ে যায়...।

শ্রোতা, পরের গানের নাম 'অতীতকালের গল্প'। গানের সুর দারুণ সুন্দর। অতীতকাল প্রত্যেকের জীবনে নানা তাত্পর্য বহন করে। দুঃখ বা সুঃখ যাই হোক, তা মানুষের স্মরণে থাকে...।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনবেন তার নাম 'আমি একটি নৌকা'। সেটি মিস থানের নতুন প্রকাশিত সঙ্গীত অ্যালবামের গান।

এ গানের কথায় বলা হয়েছে, বৈঠা ছাড়া আমি শুধু একটি নৌকা/ আশাবাদী মন নিয়ে জীবন কাটাই/আমি নীল সমুদ্রে ভেসে যাই/নৌকার সাথে একটি পাখি সহচর থাকে/বাতাস ও ঢেউ গায়ে মেখে বাইরের দুনিয়া উপভোগ করি/দূরে ভবিষ্যতের তীর যেন দেখা যায়/প্রচন্ড বাতাস এবং ঢেউ আরো তুমুল/আমার এ যাত্রা অসাধারণ মনে হয়/আমি নৌকার মতো জীবনযাপন করি/স্বপ্ন যত দূরে আমিও তত দূরে যাবো/জীবন সত্যি একটি নৌকার মতো/আকাশ কত বড়, সমুদ্র কত নীল/সম্ভবত পরের বন্দরে উত্তর পাওয়া যাবে...।

শ্রোতাবন্ধুরা, পরের গানের নাম 'সূর্যমুখী ফুল'। এ গানে রোমাঞ্চ প্রতিফলিত হয়েছে। গানের কথায় বলা হয়েছে, ব্যস্ত জীবনে মানুষ দৌড়াদৌড়ি করে নিজের স্বপ্ন পূরণ করে/ব্যস্ততার কারণে তারা হাসতে ভুলে যায়/শহরে প্রত্যেকের জীবনে দুঃখ-সুখ আকস্মিকভাবে ঘটে/উষ্ণ আলো খুঁজে বের করে আমার সত্ত্বা/ আমার আকাশ বৃষ্টির পর সূর্যালোকে ভরে ওঠে/আমার চেহারায় রঙধনু প্রতিফলিত হয়। জানি আমার মুখে হাসি দেখে তুমি খুশি হবে....।

বন্ধুরা, মিষ্টি সব গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য আরেকটি গান প্রচার করবো। এ গানের নাম 'আলিঙ্গন'। গানটি উপভোগ করুন তাহলে। এ গানের মধ্য দিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ্য থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040