Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ---২০১৫/৯/২৮
  2015-09-28 18:36:32  cri

১. চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, চলমান সংস্কার প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার ক্ষমতা বাড়াতে হবে। তিনি সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন। সভায় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সভায় প্রধানমন্ত্রী লি বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো কমিউনিস্ট পার্টি ও দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ বস্তুগত ও রাজনৈতিক ভিত্তি। উন্নয়নকে এগিয়ে নিতে এবং দেশের সার্বিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এসব প্রতিষ্ঠান।

এসব শিল্পপ্রতিষ্ঠানে এখনও ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়ে গেছে এবং তা দূর করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

২. চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ জেন মিন বলেছেন, চীন-আসিয়ান সামুদ্রিক সহযোগিতা এতদঞ্চলের উন্নয়ন প্রক্রিয়ায় 'স্ট্যাবিলাইজার'-এর কাজ করবে। তিনি সম্প্রতি চীনের কুয়াংসির রাজধানী নাননিংয়ে 'দ্বাদশ চীন-আসিয়ান মেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, চীন ও আসিয়ানের মধ্যে বিদ্যমান সামুদ্রিক সহযোগিতা যথেষ্ট গভীর নয়। এ অবস্থায় পারস্পরিক আস্থা বাড়ানো ও দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদার করার প্রতি নজর দেওয়া উচিত।

চলতি বছরের বোআও এশিয়া ফোরামে দু'পক্ষ ২০১৫ সালকে 'চীন-আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষ' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি দু'পক্ষের মধ্যে সামুদ্রিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করেন।

৩. চীনের 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা' বাস্তবায়নকালে গোটা চীনে নতুন করে ১০ লাখ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মিত হবে। এতে গ্রামীণ সড়কের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ৩৯ লাখ ৫০ হাজার কিলোমিটারে। চীনের পরিবহনমন্ত্রী ইয়াং ছুয়ান থাং সম্প্রতি কান সু প্রদেশের ছিং ইয়াং শহরে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান।

তিনি বলেন, 'ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা'-র আওতায় দেশের গ্রামীণ সড়ক খাতে মূল শ্লোগান হবে: 'সুষ্ঠু নির্মাণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সঠিক সুরক্ষা ও সঠিক পরিচালনা'।

৪. যুক্তরাষ্ট্রে হয়ে গেল চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চারটি প্রমোশন কর্মসূচি। কর্মসূচি চলে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদেশ ও অঙ্গরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

চারটি কর্মসূচির মধ্যে সবচে' গুরুত্বপূর্ণ ছিল দু'পক্ষের মধ্যে অনুষ্ঠেয় আর্থিক সহযোগিতা সেমিনার। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ছিল এ সেমিনারের যৌথ আয়োজক। সেমিনারে দু'পক্ষের মধ্যে কয়েকটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়।

৫. চীন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ৩০০টি বিমান কিনবে। সম্প্রতি সিয়াটলে চীনের কয়েকটি কোম্পানির সঙ্গে বোয়িংয়ের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বোয়িংয়ের সাথে চুক্তিটি স্বাক্ষর করে চায়না অ্যাভিয়েশান সাপ্লাইজ হোল্ডিং কোম্পানি, আইসিবিসি ফিন্যানসিয়াল লিজিং কোম্পানি লিমিটেড, এবং চায়না ডিভালেপমেন্ট ব্যাংক লিজিং।

৬. গেল অগাস্টে চীনে ১৮.৩ মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল উত্পন্ন হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৯ শতাংশ বেশি। সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতি অনুসারে, অগাস্টে চীন ৪০.৩৭ মিলিয়ন টন তেল পরিশোধন করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২.৮ শতাংশ বেশি।

এদিকে কমিশনের আলাদা একটি বিবৃতি অনুসারে, অগাস্টে চীনে প্রাকৃতিক গ্যাস উত্পন্ন হয়েছে ১০.৬ বিলিয়ন কিউবিক মিটার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩.৮ শতাংশ বেশি। গত অগাস্টে চীন ৪.৭ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

৭. এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রকৃতপক্ষে ৬.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, আগামী দিনগুলোতে দেশে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রবাহ, স্থিতিশীল রপ্তানি ও উন্নয়ন খাতে ক্রমবর্ধমান ব্যয় বাংলাদেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের শুরুতে রাজনৈতিক সহিংসতার ফলে দেশের পরিবহন, রপ্তানি ও বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও বিদেশ থেকে আসা রেমিট্যান্স, বেসরকারি খাতের বেতন কাঠামো এবং সরকারি বিনিয়োগের ফলে প্রবৃদ্ধির হার ছিল সন্তোষজনক।

৮. ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৯৩১ কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক একটি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রকল্প সরকার অনুমোদন করেছে। কেন্দ্রটি নির্মিত হলে এ থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৪০০ মেগাওয়াট বিদ্যুত্।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় 'আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)' প্রকল্প অনুমোদন পায়। একনেকের বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিডেট (এপিএসসিএল) ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে। ৪২০ কোটি ৬৯ লাখ টাকা সরকার যোগাবে, আর সংস্থার নিজস্ব অর্থায়নে আসবে ১৫২ কোটি ৪০ লাখ টাকা।

৯. ভারতে মেট্রো শহরগুলির মধ্যে দ্রুত গতির ট্রেন চালু সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখতে সমীক্ষা করার জন্য বিভিন্ন বিদেশি সংস্থাকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। এর মধ্যে দিল্লি-কলকাতা রুটে সমীক্ষা চালাবে স্পেনের পরিবহন উপদেষ্টা সংস্থা আইনেকো। আর দিল্লি-মুম্বাইয় রেলপথ তৈরির সম্ভাবনা বিচারের ভার বর্তেছে চীনের সরকারি রেল সংস্থার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের ওপর। তাদের হয়ে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে মিলে এই কাজ করবে 'থার্ড রেলওয়ে সার্ভে অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট গ্রুপ কর্পোরেশন'। আর মুম্বাই এবং চেন্নাইয়ের রুটের সমীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ফরাসি সংস্থা সিস্ত্রাকে। (আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040