Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/১০/৫
  2015-10-05 19:01:14  cri

১. পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পগুলোকে সহায়তা করতে ১৮,০০০ কোটি ইউয়ানের একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেছে চীনের অর্থ মন্ত্রণালয়।

ঘোষণা অনুসারে, তহবিলটি গঠিত হয়েছে ১০টি চীনা আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে চায়না কন্সট্রাকশান ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, ব্যাংক অব চায়না, ব্যাংক অব কমিউনিকেশান্স, সিআইটিআইসি গ্রুপ ও চায়না লাইফ ইনস্যুরেন্স (গ্রুপ) কোম্পানি।

২. চীনের শহরগুলোতে যারা প্রথমবারের মত বাড়ি কিনবেন, তাদেরকে ব্যাংকের ঋণ পেতে এখন আগের তুলনায় কম ডাউন পেমেন্ট দিতে হবে। চীনের গণব্যাংক ও চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশন সম্প্রতি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নতুন নিয়ম অনুসারে, বাড়ির মোট মূল্যের ২৫ শতাংশ ডাউন পেমেন্ট দিলেই ব্যাংক থেকে বাকি টাকা ঋণ পাবেন ক্রেতা। আগে বাড়ির মোট মূল্যের ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হত।

৩. চীনের জনপ্রিয় 'তিতি খুয়াইতি' ভারতের বৃহত্তম ট্যাক্সি সার্ভিস প্রোভাইডার 'ওলা'য় বিনিয়োগ করেছে। সম্প্রতি তিতি খুয়াইতির একজন মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। তবে বিনিয়োগের পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

ভারতের এ কোম্পানিতে ইতোমধ্যেই সফট্‌ব্যাংক কর্পোরেশান, ফ্যালকন এজ, সিঙ্গাপুরের জিআইসি ও টাইগার গ্লোবাল ম্যানেজম্যান্ট বিনিয়োগ করেছে।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত 'ওলা' ব্যবহারকারীদেরকে অনলাইনে ট্যাক্সিসেবা প্রদান করে। ব্যবহারকারীরা ওয়েবসাইট, সেলফোনের অ্যাপসহ বিভিন্ন পদ্ধতিতে ট্যাক্সি সেবার অর্ডার দিতে পারেন। ভারতের ট্যাক্সি বাজারের ৮০ শতাংশ 'ওলা' নিয়ন্ত্রণ করে থাকে।

৪.ইউক্রেন চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়কালে চীনে প্রায় ১০০ কোটি ডলারের কৃষিপণ্য রফতানি করেছে, যা আগের বছরের একই সময়কালের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ইউক্রেনের কৃষিমন্ত্রী ওলেক্সি পাভলেঙ্কো সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, চীনে তার দেশের কৃষিপণ্য রফতানির পরিমাণ আরও বাড়বে। চলতি বছর দেশটি ৫৮.৫ মিলিয়ন টন খাদ্যশস্য উত্পাদন করবে বলে আশা করা হচ্ছে।

৫. বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পোশাকপল্লিতে প্রাথমিকভাবে চীন ৪৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনের বিনিয়োগকারীদের জন্য আলাদা একটিবিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএরসঙ্গে যৌথভাবে মুন্সিগঞ্জের গজারিয়ায় পোশাকপল্লি গড়ে তোলা হচ্ছে সেখানে এ বিনিয়োগ হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। গত বৃহস্পতিবার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ডস্ট্র্যাটেজিক স্টাডিজ(বিআইআইএসএস)আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্যে তিনি এ তথ্য জানান।

'চীনের দ্রুত বর্ধনশীল বা তেজি অর্থনীতি এবং বাংলাদেশের জন্য সম্ভাবনা' শীর্ষক আলোচনাসভায় চীনের রাষ্ট্রদূত আরও বলেন, চীনে এখন শ্রমঘন শিল্প গড়ে তোলার বিষয়েউদ্যোক্তারা খুব বেশি আগ্রহী হচ্ছেন না। চীনে শ্রমমূল্য অনেক বেড়ে গেছে।তাই চীনের বড় বড় উদ্যোক্তা শ্রমঘন শিল্প স্থানান্তরে আগ্রহী। সে ধরনেরউদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এশিয়া অঞ্চলে অবকাঠামো খাতেবার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৮০ হাজার কোটি ডলার। বিশ্বব্যাংক ওএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষে এই ঘাটতি জোগান দেওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি এগিয়ে আসতে পারে। আরতাতে বাংলাদেশ ও চীনের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। কারণ, বাংলাদেশও এইব্যাংকের সদস্যরাষ্ট্র।

৬. আগামী দুই-তিন বছরে জাপানে বাংলাদেশের রফতানি ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত বৃহস্পতিবার সচিবালয়ে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক ভাইস মিনিস্টার ইয়োশিহিরো সেকির নেতৃত্বে সফররত বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, জাপান বাংলাদেশকে অস্ত্র এবং হ্যান্ডসগ্লোব ছাড়া সকল পণ্য শুল্কমুক্ত রফতানির সুযোগ দিয়েছে। গত এপ্রিল থেকে ওভেন এবং নিটওয়্যার পণ্য রফতানিতে শর্ত শিথিল করেছে। এর ফলে জাপানে বাংলাদেশের পণ্য রফতানি আরও বৃদ্ধি পাবে।

৭. বাংলাদেশে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন (বিবরণী) দাখিলের সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। হজ ও ঈদুল আজহার কারণে করদাতারা সঠিক সময়ে আয়কর রিটার্ন দাখিল করতেনা-পারায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি রাজস্ব বোর্ড (এনবিআর)-এর পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর এ তথ্য জানানো হয়।

বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী করদাতাদের প্রতি আয়-বছরের (জুলাই-জুন) আয়-ব্যয়ের হিসাবের বিবরণী সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর অফিসে দাখিল করতে হয়।

৮.'ইউএস ট্রেড শো' নামে বাংলাদেশের রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবার ২৪তম বার্ষিক প্রদর্শনী শুরু হবে আগামী ৫ নভেম্বর। তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে হোটেল সোনারগাঁওয়ে। প্রদর্শনীর আয়োজন করবে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহযোগিতায় অ্যামচেম এ প্রদর্শনীর আয়োজন করছে।এর আগে গত বছর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ইউএস ট্রেড শোতে দেশটির ১৫০টি কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেয়।

৯.বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের জন্য ২কোটি ২০ লাখ ডলারের অর্থ সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকদাতা সংস্থা (ইউএসএআইডি)। মূলত ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে তাদের সংস্কার কার্যক্রম সম্পন্ন করতেই ইউএসএআইডির তহবিলটি থেকে সহজ শর্ত ওস্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের দাতা সংস্থার দেওয়া এই ২ কোটি ২০ লাখ ডলারের মধ্যে দক্ষিণ আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির সদস্য কারখানাগুলো ১ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা পাবে। অবশ্য এ জন্য অ্যালায়েন্স দিয়েছে ১৫ লাখ ডলার। এ ছাড়া ইউরোপীয় ক্রেতাদের জোটঅ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এবং আন্তর্জাতিকশ্রম সংস্থা (আইএলও) ও সরকারের সমন্বয়ে কারখানা পরিদর্শনের জাতীয় উদ্যোগের অধীন কারখানাগুলো পাবে ৪০ লাখ মার্কিন ডলার।

১০. চীনা সরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতের বর্ধমানের অন্ডালে বাস তৈরির কারখানা গড়ছে ডেডিকো ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটে়ড (ডিটিপিএল)। তবে প্রাথমিকভাবে পুরোদস্তুর কারখানা নয়,এরোট্রোপলিসের ২৫ একর জমিতে চীন থেকে আনা যন্ত্রাংশ জোড়া লাগিয়ে বাস তৈরি করা হবে। চীনের চংথং বাস হোল্ডিং কোম্পানির সঙ্গে ডিটিপিএলের এই যৌথ উদ্যোগে ১১% শেয়ার কিনছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমও।

পশ্চিমবঙ্গের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র সম্প্রতি জানান, বছরে ১৫০০বাস অন্ডালের কারখানা থেকে তৈরি হবে। কারখানায় বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি রুপি।

১১.ভারতে বিগত তিন মাসে স্বেচ্ছায় মাত্র ৬৩৮ ব্যক্তি নিজেদের কাছে কালো টাকা থাকার কথা স্বীকার করেছেন। আর তাদের স্বীকৃত কালো টাকার পরিমাণ মাত্র ৩,৭০০ কোটি রুপি। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

পত্রিকার রিপোর্ট অনুসারে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, অনেক 'রাঘব বোয়াল' কিছু জরিমানা ও বকেয়া আয়কর জমার বিনিময়ে নিজেদের বিপুল কালো টাকা সাদা করার সুযোগ গ্রহণ করেননি। সরকার গত পয়লা জুলাই থেকে পরবর্তী তিন মাসের জন্য এ সুযোগ দিয়েছিল। গত বুধবার দিবাগত রাত বারোটায় সেই সময় শেষ হয়।

উল্লেখ্য, ভারতীয় সরকার আশা করেছিল, কালো টাকা সাদা করার সুযোগ দিলে কয়েক লক্ষ কোটি রুপি অন্ধকার থেকে আলোতে আসবে। এ ছাড়া, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতায় গেলে একশ' দিনের মধ্যে বিদেশে গচ্ছিত সব কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে।

১২.বিশ্বজুড়ে বাণিজ্য প্রবৃদ্ধি আরও কমে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে, চলতি বছর গোটা বিশ্বে আমদানি-রফতানি বাণিজ্যে প্রবৃদ্ধি হবে ২.৮ শতাংশ। এর আগে গত এপ্রিলে ডব্লিউটিও বলেছিল, এ বছর ৩.৩ শতাংশ হারে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি ঘটবে।

কিন্তু বর্তমান বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম হবার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। এ জন্য প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চীন ও ব্রাজিলের আমদানি চাহিদা কমে যাওয়া, বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাথমিক পণ্যের মূল্যপতন, বিনিময় হারের ব্যাপক ওঠানামা, আর্থিক বাজারের অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির পরিবর্তন। (আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040