Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ---২০১৫/১০/১২
  2015-10-12 19:05:26  cri

১. 'এক অঞ্চল, এক পথ'ধারণা এবং চীনা মুদ্রা রেনমিনপি (আরএমবি)-র আন্তর্জাতিককরণ—এ দু'টি কৌশল একদিকে চীনের জাতীয় স্বার্থ যেমন দেখছে, তেমনি বৈশ্বিক স্বার্থও রক্ষা করছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশিত একটি প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। 'রেনমিন ইউনিভার্সিটি অব চায়না'র ইন্টারন্যাশনাল মানিটারি ইনস্টিটিউশান (আইএমআই)কর্তৃক প্রকাশিত'আরএমবি ইন্টারন্যাশনাল রিপোর্ট, ২০১৫'-এ আরও বলা হয়েছে, একটি নবোদিত অর্থনীতি হিসেবে চীন এ দু'টি কৌশল বাস্তবায়নের কাজ করছে। এ থেকে গোটা বিশ্ব উপকৃত হবে।

২. চীন সরকার স্থানীয় কোম্পানিগুলোকে নিজেদের মত করে পর্যটনসংশ্লিষ্ট সরঞ্জাম নির্মাণে উত্সাহিত করছে। গত বৃহস্পতিবার প্রকাশিত একটি আন্তঃমন্ত্রণালয় গাইডলাইনে এ কথা বলা হয়।

ছয়টি মন্ত্রণালয়ের এ যৌথ গাইডলাইনে বলা হয়েছে, পর্যটনশিল্পের দ্রুত উন্নতির সাথে সাথে দেশে প্রমোদতরী, কেবল কার, ছোট বিমান, থিম পার্কের সরঞ্জাম ইত্যাদির চাহিদা বাড়ছে। অথচ এ ধরনের সাজসরঞ্জামের জন্য চীন অন্য দেশের ওপর নির্ভরশীল। স্থানীয় কোম্পানিগুলো এ নির্ভরশীলতা কাটাতে নিজেদের উদ্ভাবনীশক্তি প্রয়োগ করবে বলে এতে আশা করা হয়। গাইডলাইনে আরও বলা হয়েছে, এ কাজে স্থানীয় কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে কেন্দ্রীয় সরকার।

৩. চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি-তে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত বুধবার আইএমএফ প্রকাশিত 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৫' শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।

রিপোর্ট অনুসারে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে গেলেও এবং নিম্নমুখী ব্যাংক সুদের হার ও স্থিতিশীল বিনিময় হার বিরাজমান থাকলেও, উচ্চমূল্যস্ফীতির ঝুঁকি রয়ে গেছে। তাই জিডিপিতে সরকারঘোষিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে বাংলাদেশ চলতি অর্থবছরে ৬.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে।

৪. বাংলাদেশে ১০০ কোটি ডলারের 'টাকা বন্ড' ছাড়তে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি বিডিনিউজকে বলেন, আইএফসির প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার এক বিলিয়ন ডলারের টাকা বন্ড ছাড়ার বিষয়টি অনুমোদন করেছে। এখন আইএফসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় বসে একটি কাঠামো ঠিক করে দ্রুত এই বন্ড ছাড়া হবে।

আইএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তারা চলতি বছর এপ্রিলে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দফতরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এই বন্ড ছাড়ার প্রস্তাব দেয়। এরপর আইএফসি বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়।

আইএফসির প্রস্তাবে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক বাজার থেকে ১০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করে তা বাংলাদেশি মুদ্রা টাকায় এ দেশের বাজারে ছাড়বে। যে কেউ এ বন্ড কিনতে পারবে।

৫. বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হ'ল তিন দিনের পর্যটন মেলা। মেলা চলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। নগরীর শাহজালাল উপশহরের রোজ ভিউ হোটেলে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

'সিলেট ট্রাভেল মার্ট-২০১৫' শিরোনামে এই মেলার আয়োজন করে পর্যটনবিষয়ক ইংরেজি পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। এ নিয়ে দ্বিতীয়বার সিলেটে এমন মেলার আয়োজন করল প্রতিষ্ঠানটি। মেলার অংশ হিসেবে 'বাংলাদেশে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা' শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে রোমাঞ্চকর পর্যটন (অ্যাডভেঞ্চার ট্যুরিজম) প্রসারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দিন দিন এ ধরনের পর্যটনের প্রতি পর্যটকদের আগ্রহ বেড়েই চলেছে।

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040