Web bengali.cri.cn   
সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে আসছে
  2015-10-22 15:34:39  cri


প্রথমবারের মতো সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি ল্যাপটপের নাম হবে সারফেস বুক। গত ৬ অক্টোবরে এ ল্যাপটপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের ল্যাপটপে রয়েছে সাড়ে ১৩ ইঞ্চি মাপের স্ক্রিন। এর সঙ্গে ডেটা কেবল কিবোর্ড যুক্ত করা যাবে। এ ল্যাপটপটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর দাম হবে ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।

বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের ম্যাকবুক এয়ারসহ বাজারের আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপের সঙ্গে সারফেস বুক প্রতিযোগিতা করতে পারবে।

এদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সম্মেলনে নতুন পণ্যের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। অনুষ্ঠানে সারফেস বুকের পাশাপাশি নতুন দুটি লুমিয়া ফোন ও সারফেস প্রো ৪ ট্যাব ও মাইক্রোসফট ব্যান্ডের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের ল্যাপটপে থাকবে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর, হাই-এন্ড গ্রাফিকস ও এক টেরাবাইট স্টোরেজ। এটি অ্যাপলের ম্যাকবুক প্রোর চয়ে দ্বিগুণ শক্তিশালী বলে দাবি করেছে মাইক্রোসফট।

এদিকে সফটওয়্যার প্রসঙ্গে সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি জুলাই মাসে উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১ কোটি বার ডাউনলোড হয়েছে।((ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040