Web bengali.cri.cn   
 অনলাইনে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ডক্টরোলা
  2015-10-23 17:33:08  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : ধন্যবাদ প্রকাশ। বাছাই করা একটি সংবাদ দিয়েই আজ আলোচনা শুরু করা যাক। আপনিই শুরু করুন।

চীন-পাকিস্তান নতুন রুট চালু করছে এয়ার চায়না

আগামী ২৬ অক্টোবর থেকে চীনের রাজধানী পেইচিং এবং পাকিস্তানের ইসলামাবাদ ও করাচির মধ্যে নতুন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এয়ার চায়না। সম্প্রতি ইসলামাবাদে 'বিমানে রেশমপথ' শীর্ষক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় অনুসারে, এয়ার চায়না প্রতি সোম, বুধ ও শুক্রবার চীন ও পাকিস্তানের মধ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সটি পাকিস্তানকে পেইচিং হয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যুক্ত করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এসময় পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সুন ওয়েই তুং এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত সুন বলেন, 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' হচ্ছে 'এক অঞ্চল, এক পথ' কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এয়ার চায়নার নতুন রুট কার্যকরভাবে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দ্বিতীয় খবর : অনলাইনে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ডক্টরোলা

রোগ হলেই চিকিৎসার জন্য ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। কিন্তু বাংলাদেশে অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্ট পাওয়াটাও যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাস খানেকও অপেক্ষা করতে হয়। সে সমস্যার সমাধান এখন ওয়েবসাইটে ভিজিট করে বা সাধারণ একটা ফোন কল করেই সম্ভব। এই কঠিন কাজটি সহজ করেছে বাংলাদেশের প্রথম অনলাইন মেডিকেল সার্ভিস সাইট ডক্টরোলা।

সকাল ৮ টা থেকে রাত ১০ টার মধ্যে www.doctorola.com সাইটে যেয়ে কিংবা ০৯৬০৬৭০৭৮০৮ হটলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন রোগের স্পেশালিষ্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সাড়া দেশের প্রায় দুশ' হাসপাতাল ছাড়াও হাজার খানেক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে নেটওয়ার্ক বজায় রেখেছে সাইটটি। শুধু ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টই নয়,বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মানুষকে চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে ডক্টরোলা। ডক্টরোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানালেন ডক্টরোলার কার্যক্রম সম্পর্কে।

তিনি জানান বাংলাদেশের অনেক প্রান্তেই অনেক অভিজ্ঞ ডাক্তার রয়েছেন। সেসব এলাকার রোগীদেরকে এখন আর কষ্টকরে ঢাকামুখী হতে হবে না। নিজ এলাকা থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবেন তারা।

এখন পর্যন্ত হাজারেরও বেশী মানুষের অ্যাপয়েন্ট পাইয়ে দিয়েছে ডক্টরোলা। কাজ করে যাচ্ছে আরও বেশী বিস্তৃতির স্বপ্ন নিয়ে। ডক্টরোলা সম্প্রতি ফান্ডও সংগ্রহ করেছে। বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিডি ভেঞ্চার থেকে ফান্ড সংগ্রহ করেছে নতুন এই স্টার্টআপ। গত ২২ সেপ্টেম্বর দুই কোম্পানির মধ্যকার বৈঠকে চুক্তি সাক্ষ্যর করেন বিডি ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন এবং আব্দুল মতিন।

তৃতীয় খবর : রসায়নে নোবেল পেলেন তিনজন

সম্প্রতি রসায়ন শাস্ত্রে বিশেষ অবদানের জন্য টমাস লিন্দাল, পল মোদ্রিচ ও আজিজ সানসার ২০১৫ সালে নোবেল পুরস্কার অর্জন করলেন। ডিএনএ পুনর্গঠন বিষয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার প্রদান করা হয়। গেলো সপ্তাহের বুধবারে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই ক্ষেত্রে নোবেল ঘোষণা করে।

টমাস রবার্ট লিন্দাল একজন সুইডিশ বিজ্ঞানী। তিনি যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারেফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে কর্মরত।

যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব মেডিসিনের বিজ্ঞানী হলেন পল মোদ্রিক। আর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ কেরোলাইনার বিজ্ঞানী হলেন আজিজ সানসার ।

চতুর্থ খবর : চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশের ৮ জন সাংবাদিক চীন সফল করে গেলেন। তাদের সাথে চীনের সিনচিয়াং ও ইউননান প্রদেশে গিয়েছিলাম আমি। কাজের ফাঁকে সফরে আসা সাংবাদিকদের সাথে কথা বলেছি। জানতে চেষ্টার করেছি তাদের চীন ভ্রমণের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়গুলো। সফররত সাংবাদিকদের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্যা ইনডিপেনডেন্টের কূটনৈতিক প্রতিবেদক হুমায়ূন কবীর ভূইয়া ছিলেন। এখন শুনবেন তার কথপোকথন।

শ্রোতা বন্ধুরা, আলাপে আলাপে অনেক সময় চলে গেলো। এবার বিদায়ের পালা। যাবার আগে বলি, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগেছে জানাবেন। আপনারা আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, লিখতে পারেন চিঠি। আমাদের লেখার ঠিকানা : ........................।

আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন বন্ধুরা; কল্যাণে থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন। (প্রকাশ/মান্না)


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040