Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১০/২৬
  2015-10-26 19:53:55  cri

১. সম্প্রতি চীনের মধ্যাঞ্চলীয় হুপেই প্রদেশে একটি বিশাল পানি পরিবহন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৭০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন নির্মিত হলে প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবে।

প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে তানচিয়াংখৌ ওয়াটার রিজার্ভার থেকে প্রতি বছর প্রায় ১৪০ কোটি কিউবিক মিটার পানি উত্তর হুপেই-এর সিয়াংইয়াং, সুইচৌ ও সিয়াওকান শহরে সরবরাহ করা সম্ভব হবে।

প্রকল্পটি নির্মাণে ৩ বছর ৯ মাস লাগবে এবং ব্যয় হবে ১৮০০ কোটি ইউয়ান। প্রকল্পটি নির্মিত হলে ৩ লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমিও সেচের আওতায় আসবে।

২. চীনে বিগত ছয় মাসে প্রতিবেশী ভারতের চেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে। এফডিআই-এর ক্ষেত্রে ভারত চীনকে ছাড়িয়ে গেছে বলে সম্প্রতি যুক্তরাজ্যের 'ফাইন্যানশিয়াল টাইমস্' পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার কোনো ভিত্তি নেই। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন তান ইয়াং পেইচিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন।

তিনি বলেন, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ছয় মাসে ভারতে মোট বিদেশি পুঁজি এসেছে ২৫৪৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যার মধ্যে এফডিআই হচ্ছে ১৯৩৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়কালে চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৬৮৪০ কোটি মার্কিন ডলার।

মুখপাত্র আরও বলেন, জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সমিতির এক সাম্প্রতিক জরিপ অনুসারে, বর্তমানে বিশ্বের যে দশটি দেশ সবচে' বেশি বিদেশি পুঁজি আকর্ষণ করছে, চীন সেগুলোর মধ্যে এক নম্বরে অবস্থান করছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের 'ফাইন্যানশিয়াল টাইমস্‌' পত্রিকায় একটি গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে বলা হয় যে, বিগত ছয় মাসে ভারতে এফডিআই এসেছে ৩১০০ কোটি মার্কিন ডলার এবং চীন ও যুক্তরাষ্ট্রে এফডিআই এসেছে যথাক্রমে ২৮০০ কোটি ও ২৭০০ কোটি মার্কিন ডলার।

৩. চীন ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় স্থানীয় মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ ৩ বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি বিনিময়ের সীমা ২০,০০০ কোটি ইউয়ান থেকে বাড়িয়ে ৩৫,০০০ কোটি ইউয়ান করার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশ। চীনের কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এদিকে, ব্যাংক অব ইংল্যান্ড এক বিবৃতিতে বলেছে, মুদ্রা বিনিময়ের সীমা বৃদ্ধি লন্ডনে আরএমবি ট্রেডিং ক্রমাগত বাড়ার ইংগিত বহন করে। ব্যাংকের গভর্নর মার্ক কার্নি বলেন, লন্ডনে একটি কার্যকর আরএমবি বাজার গড়ে তুলতে ব্যাংক অব ইংল্যান্ড ও চীনের গণব্যাংক যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, চীন তার স্থানীয় মুদ্রা ইউয়ান বা আরএমবি'কে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রমোট করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, যুক্তরাজ্য চাচ্ছে চীনা ব্যাংকগুলোকে লন্ডনে কার্যক্রম চালাতে উত্সাহিত এবং স্থানটিকে ইউয়ান ট্রেডিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে।

৪. দু'টি ছাড়া বাকি সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া সত্ত্বেও অশুল্ক বাধার কারণে ভারতে আশানুরূপ রফতানি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত বুধবার দুপুরে রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ভারতের বাজারে বাংলাদেশের প্রায় ৬ হাজার পণ্য শুল্কমুক্ত রফতানি সুবিধা পায়। কিন্তু দেশটিতে বাংলাদেশের রফতানির প্রবৃদ্ধি ১২ শতাংশ। অথচ এর থেকে বেশি রফতানির প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। অশুল্ক জটিলতার কারণেই ভারতে বাংলাদেশ আশানুরূপ রফতানি করতে পারছে না।

তিনি বলেন, বর্তমানে ভারতের বাজারে বাংলাদেশ প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে। সরকার ভারতের সাথে কথা বলে এ সমস্যার দ্রুত সমাধান করবে বলেও তিনি উল্লেখ করেন।

২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রফতানিতে এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্পে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। বর্তমানের তুলনায় বাংলাদেশ পোশাক রফতানিতে আর ২০ শতাংশ এগিয়ে গেলে দেশ কোথায় পৌঁছাবে তা হয়তো অনেকে ভাবতেই পারছেন না। দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ বাংলাদেশের জন্য ২৫ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের ঋণের কিস্তি অনুমোদন করেছে। ফলে সংস্থাটি থেকে বাংলাদেশ শিগগিরি এই অর্থ ছাড় করতে পারবে।

আইএমএফ তিন বছরে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা সম্প্রসারিত ঋণসুবিধার (ইসিএফ) আওতায় ৯০ কোটি ৪২ লাখ ডলারের ঋণের অংশ হিসেবে এই কিস্তি ছাড়ের অনুমোদন দিল সংস্থাটি।

৬. চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা মোট ৩৯৩ কোটি ৩৬ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

এ সময় মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ২২৩ কোটি ৬৫ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাকি ১৬৯ কোটি ৭১ লাখ ডলার এসেছে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স প্রতিবেদন থেকে সম্প্রতি এ সব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৮৭ লাখ ডলার। একই সময় যুক্তরাজ্য থেকে এসেছে ২৩ কোটি ২৪ লাখ ডলার। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৩৪ কোটি ৭৯ লাখ, সিঙ্গাপুর থেকে ৯ কোটি ৮১ লাখ, ইতালি থেকে ৯ কোটি ৬২ লাখ এবং অন্যান্য দেশ থেকে ১৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

৭. গত রোববার থেকে বাংলাদেশের চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মাসব্যাপী মেলা। এতে সাড়ে তিন শ ছোট-বড় স্টল, ১৫টি প্যাভিলিয়ন ও একটি এক্সিবিশন হল থাকছে। মেলার আয়োজক চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।  মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকছে।

৮. ভারতে টেলিকম টাওয়ারের ব্যবসায় নিয়োজিত ভায়োম নেটওয়ার্কসের ৫১ শতাংশ অংশীদারি ক্রয় করতে চলেছে আমেরিকান টাওয়ার। এর জন্য ৭,৬০০ কোটি রূপি বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

দেশটিতে ইতোমধ্যেই ১৪ হাজার টাওয়ার রয়েছে আমেরিকান টাওয়ারের। আর ভায়োমের আছে ৪২,২০০টি। ফলে আগামী দিনে ভারতে এই ব্যবসায় আমেরিকান টাওয়ারের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের অনেকের ধারণা, আগামীতে ভায়োমের ১০০ শতাংশ মালিকানাই আমেরিকান টাওয়ারের হাতে চলে যেতে পারে।

৯. পাকিস্তানে কিশোরীদের শিক্ষায় অতিরিক্ত ৭০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন ফার্স্ট লেডির অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের স্ত্রী মিসেস কালসুম নেওয়াজ এবং কন্যা মিস মরিয়ম নেওয়াজকে স্বাগত জানান মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা। এ সময় তারা মিসেস ওবামার 'লেট গার্লস লার্ন' কর্মসূচিতে তাদের সমর্থন ঘোষণা করেন।

১০. পাকিস্তানে গত ১৬ অক্টোবরে বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়ায় ১৯৯২ কোটি মার্কিন ডলারে। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) গত বৃহস্পতিবার এ তথ্য জানায়।

ব্যাংকের তথ্যানুসারে, এসময় এসবিপি'র ভান্ডারে মজুত ছিল ১৫০২ কোটি ডলার এবং অন্যান্য ব্যাংকের ভান্ডারে মজুত ছিল ৪৯০ কোটি ডলার।

(আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040