Web bengali.cri.cn   
২০১৫ সালের চীনের চলচ্চিত্রাঙ্গনের তুলনামূলক অবস্থা
  2015-11-05 10:54:01  cri



২০১৫ সালে সিনেমা হলে প্রদর্শিত চীনের মুলভূভাগের চলচ্চিত্রের সংখ্যা অনেক বেশি। প্রথম তিন কোয়ার্টারে চীনের মুলভূভাগের বক্সঅফিস গত ২০১৪ সালের সারা বছরের মূল্য ছাড়িয়ে যায়। গত বছর এ সংখ্যা ছিলো ৩০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি।

এর মধ্যে ডোমেস্টিক চলচ্চিত্রের বক্সঅফিসের পরিসংখ্যান গোটা বক্সঅফিসের ৬০ শতাংশেরও বেশি যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। 'মনস্টার হান্ট', 'লস্ট ইন হংকং' এবং 'গুডবাই মি.লুজার'সহ বেশ কয়েকটি চলচ্চিত্র গোটা মুলভূভাগের বক্সঅফিসের বাজারে ব্যাপক সারা ফেলে।

তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন, এই সাফল্য অনেক উজ্জ্বল তবে শক্তিশালী নয়। তাছাড়া উন্নয়নের গতিও দ্রুত তবে স্থিতিশীল নয়।

সম্প্রতি 'চীনের চলচ্চিত্র জাদুঘরের ২০১৫ সালের একাডেমিক কার্যক্রম' পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের চলচ্চিত্র শুরুর ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ধারাবাহিক স্মরণ তত্পরতার একটি অংশ হিসেবে এবারের কার্যক্রম চলচ্চিত্র মহলের শ্রেষ্ঠ শিল্পী, বিশেষজ্ঞ, পেশাগত মহল এবং মিডিয়ার প্রতিনিধিসহ প্রায় ৩ শ'জনেরও বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করে। কার্যক্রম চলাকালে বিভিন্ন পক্ষ 'চীনের চলচ্চিত্রের ইতিহাস ও ভবিষ্যত' নিয়ে আলোচনা করেন।

কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনের মুলভূভাগে ডোমেস্টিক চলচ্চিত্রের বক্সঅফিসের আয় ১৯৭৫ কোটি ইউয়ান রেনমিনপি এবং এই সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। এই সংখ্যা প্রথম কোয়ার্টারে গোটা চলচ্চিত্রের বক্সঅফিসের মোট পরিসংখ্যানের ৬০ শতাংশ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040