Web bengali.cri.cn   
সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা হচ্ছে চীনা জনগণের নতুন প্রত্যাশা
  2015-11-09 20:05:15  cri

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে 'সিপিসি'র কেন্দ্রীয় কমিটির জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ১৩তম পাঁচশালা পরিকল্পনার প্রস্তাব' গৃহীত হয়েছে। এ পরিকল্পনায় সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার নতুন লক্ষ্য উত্থাপিত হয়েছে। এ লক্ষ্যে চীনা জনগণের নতুন প্রত্যাশা রয়েছে।

পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের ইশতাহারে জোর দিয়ে বলা হয়েছে, '১৩তম পাঁচশালা' হচ্ছে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার চূড়ান্ত পর্যায়। এ পরিকল্পনা দেশের জনগণের সচ্ছল সমাজ গড়ে তোলার প্রত্যাশার প্রতিফলন।

সচ্ছল সমাজ নিয়ে জনগণের বিভিন্ন ধারণা রয়েছে ।

কেউ বলেন, "প্রথমে জনসাধারণকে সুখী করতে হবে। দ্বিতীয়ত, রাজনীতিকে দুর্নীতিমুক্ত হতে হবে। এ দু'টি দিক বাস্তবায়িত হলে এ লক্ষ্য মোটামুটি বাস্তবায়ন হয়েছে বলা যায়।"

কেউ বলেন, "আমি মনে করি, সচ্ছল সমাজ অপেক্ষাকৃত ন্যায়পরায়ণ। রাজনীতি সচ্ছল ও দুর্নীতিমুক্ত। জনগণের জীবন তুলনামূলকভাবে সমৃদ্ধ। সমাজ সম্প্রীতিময়।"

কেউ বলেন, "আমি মনে করি, সচ্ছল সমাজে মানুষ আরামে ও আনন্দে বাস করেন। পরবর্তীকালের কোনো উদ্বিগ্নতা নেই।"

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ইয়াং ওয়েই মিন বলেন,  "সচ্ছল সমাজের লক্ষ্য কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই নয়, বরং দেশের উন্নয়ন ও সমাজের উন্নয়নের লক্ষ্য। সচ্ছল সমাজে অর্থনীতি আরো বিকশিত হয়। সচ্ছল সমাজ হলো যেখানে গণতান্ত্রিক প্রশাসন আরো সুসম্পন্ন, সংস্কৃতি আরো সমৃদ্ধ, প্রাকৃতিক পরিবেশ আরো উন্নত, ব্যবস্থা আরো পরিপূর্ণ, এমন এক সার্বিক উন্নয়নের সমাজ।"

সচ্ছল সমাজে জনগণের জীবন আরো সমৃদ্ধ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে উন্নয়ন। পরবর্তী পাঁচ বছর চীনের অর্থনীতি অব্যাহতভাবে মধ্য ও উচ্চ গতির প্রবৃদ্ধি বজায় রাখবে। দেশ-বিদেশের বিভিন্ন মহল নতুন স্বাভাবিক অবস্থায় চীনের অর্থনীতির প্রবৃদ্ধির গতি ও গুণগত মানের ওপর নজর রাখছে। চীনের পিপলস ইউনিভার্সিটির অর্থনীতি ও অর্থ ইন্সটিটিউটের উপ-মহাপরিচালক চাও সু জিন মনে করেন, "সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার কিছু বাধ্যতামূলক শর্ত আছে। তা হলো মাথাপিছু জিডিপি দ্বিগুণ বাড়াতে হবে। এর ফলে আমরা অপেক্ষাকৃত বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এ ক্ষেত্রে দু'টি কঠোর অবস্থা রয়েছে। একটি হচ্ছে কীভাবে বিদ্যমান শিল্পের আপগ্রেড করা যাবে এবং ঐতিহ্যবাহী নির্মাণ শিল্প থেকে কীভাবে আধুনিক নির্মাণ শিল্পে পদক্ষেপ নেয়া যাবে। আরেকটি হচ্ছে কৌশলগত নবোদিত শিল্পগুলো পরবর্তী পাঁচ বছরে কীভাবে ভালো করে বিকশিত হবে এবং ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি সরবরাহ করবে। এ দু'টি দিক খুব গুরুত্বপূর্ণ।"

সিপিসি'র ১৮তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থনীতির মধ্য-উচ্চ গতির প্রবৃদ্ধি বজায় রাখার প্রস্তাব দেওয়ার পাশাপাশি জোরালোভাবে উন্নয়নের ভারসাম্য, সহিষ্ণু ও টেকসই উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, পরবর্তী উন্নয়নের প্রক্রিয়ায় চীন অর্থনীতির প্রবৃদ্ধির মান, অর্থনীতি ও পরিবেশ এবং সমাজের সম্প্রীতিমূলক সহাবস্থানের ওপর আরো বেশি গুরুত্বারোপ করবে। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040