Web bengali.cri.cn   
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে আলোকচিত্র প্রতিযোগিতার সংক্রান্ত সাক্ষাত্কার
  2015-11-17 17:01:51  cri

সুপ্রিয় শ্রোতা, খোলামেলা অনুষ্ঠানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতার, বাংলাদেশে চীনা দূতাবাস এবং বাংলাদেশের জাতীয় যাদুঘরের যৌথ উদ্যোগে 'ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী' আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত জুন মাস থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। গত ৫ নভেম্বর এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাতীয় যাদুঘরে অনুষ্ঠিত হয়। চীন ও বাংলাদেশের নাগরিকদের তোলা আলোকচিত্রের মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রঙ্গিন ছবিগুলো এ প্রতিযোগিতায় উঠে এসেছে।

এ প্রতিযোগিতা শুরুর পর দু'দেশের অনেকেই এতে অংশগ্রহণ করেছেন। এসব ছবির মাধ্যমে দু'দেশের মানুষের বন্ধুত্বের ছবি ফুটে উঠেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ফটো সাংবাদিক, শিক্ষার্থী, পর্যটক, কূটনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।

আজকের খোলামেলা অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজনের সাক্ষাত্কার নিয়েছি। (স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040