Web bengali.cri.cn   
'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না: সিআরআইয়ের নির্মিত সাড়া জাগানো তথ্যচিত্র
  2015-11-19 11:12:25  cri



সাম্প্রতিক বছরগুলোতে সিআরআই তথ্যচিত্রের নির্মাণসহ ভিডিও অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছে। তাছাড়া, সক্রিয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে চীনের তথ্যচিত্র প্রচারের কার্যকর পদ্ধতি নিয়ে গবেষণা করে আসছে। পাশাপাশি একটি দল শ্রেষ্ঠ শিল্পকর্ম তৈরি করে আসছে।

সিআরআইয়ের রোমানিয়া বিভাগের নির্মিত ছয় পর্বের তথ্যচিত্র 'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না'র নির্মাণ শৈলী এবং যথাযথ প্রচারের ফলাফলের মধ্য দিয়ে এই তথ্যচিত্রটি দেশি-বিদেশি বেশ কয়েকটি তথ্যচিত্র উত্সব ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উত্সবে অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছে।

গত অক্টোবর মাসের ৩০ তারিখে চীনের ইনার মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত ২০১৪-২০১৫ সালের চীনের আন্তর্জাতিক ক্ষুদ্র চলচ্চিত্র (মাইক্রো ফিল্ম) উত্সব সাংগঠনিক কমিটির বিশেষ সুপারিশ পুরস্কার লাভ করে এই তথ্যচিত্রটি।

এই তথ্যচিত্রের ছয়টি পর্ব আছে। এর মধ্যে একটি হলো 'ক্রসটক ফ্যান'।এই পর্বটিতে ওয়ানা আলেক্সান্দ্রু নামে একজন রোমানিয়ান নারীর চীনের বিখ্যাত কমিক শিল্পী তিং কুয়াং ছুয়েনের কাছে মনোযোগ দিয়ে ক্রসটক শেখার কাহিনী তুলে ধরা হয়।

এই ক্ষুদ্র তথ্যচিত্রটি এক হাজারেরও বেশি ক্ষুদ্র চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে সাংগঠনিক কমিটির বিশেষ সুপারিশ পুরস্কার লাভ করে। এ ক্ষুদ্র তথ্যচিত্রের পরিচালক ওয়াং চি গোটা নির্মাণ দলের প্রতিনিধিত্ব করে পদক ও প্রশংসাপত্র পান।

'ক্রসটক ফ্যান' ছাড়া আরো চারটি শিল্পকর্ম একই ধরনের পুরস্কার লাভ করে। এর মধ্যে সিআরআইয়ের পাঠানো আরেকটি শিল্পকর্ম রয়েছে। নাম হলো 'লাটেও কিউ ভেনিগাস আমাটিনোন'।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040