Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ---২০১৫/১১/২৩
  2015-11-23 17:44:18  cri

১. পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রে চীন ইতোমধ্যেই বিশ্বে নেতৃত্বের আসনে বসেছে। গত বৃহস্পতিবার পেইচিংয়ে এ মন্তব্য করেছেন মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান এনার্জি ফাউন্ডেশান (ইএফ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক হেইতজ্‌।

তিনি বলেন, পরিচ্ছন্ন বায়ুশক্তি, সৌরশক্তি, বিদ্যুতচালিত যানবাহন, লেড বাতি, ইত্যাদি কম শক্তি খরচ করে। অথচ এগুলোর কার্যকারিতা বেশি। তা ছাড়া, এসব বিকল্প শক্তি রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতির কার্যকারিতা বাড়ায়। এমন বিকল্প জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রে চীনের অবস্থান ইতোমধ্যেই বিশ্বে এক নম্বরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ, এমনকি অনেক চীনাও এ সত্য সম্পর্কে অবহিত নন।

২. চীন ইতোমধ্যেই উত্পাদক দেশ থেকে ভোক্তা দেশে পরিবর্তিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যাকসন ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো স্টিফেন রোচ। তিনি সম্প্রতি নিউইয়র্কের চায়না ইনস্টিটিউটে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন।

রোচ আরও বলেন, চীনের মূল পরিচয় এর জিডিপির পরিমাণ নয়, বরং দেশটিকে বুঝতে হবে এর মিশ্র অর্থনীতি দিয়ে। তিনি মনে করেন, চীনের অর্থনীতির দুটি মডেল ক্রিয়াশীল আছে। একটি পুরাতন, যেটি বিনিয়োগ ও রফতানির ওপর নির্ভরশীল; এবং একটি নতুন, যা ব্যক্তি পর্যায়ের ভোগের ওপর নির্ভরশীল।

তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, আগামী ২০ বছরের মধ্যে চীনের অর্থনীতির ৬৫ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করবে সেবা খাত।

৩.সুইডেনের আইকেইএ গ্রুপ এবার চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের রাজধানী ছাংশায় নতুন দোকান খুলবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি।

ছাংশার ইয়াংহু অর্থনৈতিক এলাকায় তিন লাখ বর্গমিটার আয়তনের এই নতুন বিক্রয়কেন্দ্রটি খোলা হবে ২০১৮ সালের মে মাসে। প্রতিষ্ঠানটি এখানে ৪০০ কোটি ইউয়ান বিনিয়োগ করবে।

আইকেইএ ২০০৯ সাল থেকে চীনে ব্যবসা করছে। চীনের ১৫টি শহরে এ সুইডিস সংস্থার ১৮টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

৪. চীনের সিচুয়ান এয়ারলাইন্স তিনটি নতুন আন্তর্জাতিক রুটে আগামী জানুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা করবে। গত বৃহস্পতিবার সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন তিনটি রুট ছেংতুকে টোকিও, ওসাকা ও সিঙ্গাপুরের সাথে সংযুক্ত করবে। এর মধ্যে ছেংতু-টোকিও রুটে সপ্তাহে চার দিন, ছেংতু-ওসাকা রুটে সপ্তাহে তিন দিন এবং ছেংতু-সিঙ্গাপুর রুটে সপ্তাহের প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

৫. বাংলাদেশকে আগামী ৩ বছরে ৩৫ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলনকক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ২০১৫ থেকে ২০১৭ মেয়াদের জন্য ৩৫ কোটি ডলার বা প্রায় ২৮০ কোটি টাকার নমনীয় ঋণ সহায়তা-সংক্রান্ত একটি 'কাঠামো সমঝোতা' স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং-ডো এতে স্বাক্ষর করেন।

এ সময় জানানো হয়, এটি কোনো বিশেষ প্রকল্পের ঋণচুক্তি নয়। এ ফ্রেমওয়ার্ক এরেঞ্জমেন্টটি একটি আমব্রেলা এগ্রিমেন্ট হিসেবে বিবেচিত হবে। এর উদ্দেশ্য হলো বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা-সংক্রান্ত সাধারণ শর্তাবলি নির্ধারণ করা এবং এর আওতায় পরে ভিন্ন ভিন্ন চুক্তির মাধ্যমে কোরিয়ার উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান 'অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ২০১৫-২০১৭ মেয়াদে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা। এর আওতায় বৃহস্পতিবারই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনে ১৩ কোটি ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

এ প্রকল্পের আওতায় ৭০০ শয্যা-বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ মারাত্বকভাবে অসুস্থ ও ক্রনিক ডিজিজে আক্রান্ত রোগীদের উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়- চলতি বছর আরও তিনটি প্রকল্পে ঋণচুক্তি করবে কোরিয়া। এর আগে সবমিলিয়ে কোরিয়ার সঙ্গে ৬৮ কোটি ডলার সমমূল্যের ১৮টি ঋণচুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে ৮টি প্রকল্প চলমান রয়েছে। আরও ৮টি প্রকল্প স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

৬. বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোতে খেলা‌পি ঋণের প‌রিমাণ কমি‌য়ে আনার জন্য সরকারকে পরামর্শ দি‌য়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএ‌ফ)। একই সাথে রাজস্ব আদায় বাড়া‌নোরও তা‌গিদ দি‌য়ে‌ছে সংস্থা‌টি। সম্প্রতি ঢাকায় স‌চিবাল‌য়ে আইএমএ‌ফ মিশন প্রধান রড‌রি‌গো কুবেরো সাংবা‌দিক‌দের এ কথা জানান।

তি‌নি ব‌লেন, খেলাপি ঋণের প‌রিমাণ কমা‌তে ব্যাংকগু‌লোর স্বচ্ছতা, জবাব‌দি‌হিতা নি‌শ্চিত কর‌তে হ‌বে। পাশাপা‌শি ব্যাংকগু‌লো‌তে নিয়োগ প্র‌ক্রিয়া আ‌রও স্বচ্ছ হ‌তে হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, ২০১৬ সা‌লের জুলাই‌য়ের ম‌ধ্যে ভ্যাট আইন বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে সরকার বেশকিছু পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছে। এ আইন বাস্তবায়িত হ‌লে তা বাংলা‌দেশের অর্থ‌নী‌তি‌তে ইতিবাচক প্রভাব ফেল‌বে।

৭. বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশকে কম দামে নির্ভরযোগ্য উপায়ে বিদ্যুত সরবরাহ বাড়ানোর জন্য আরও ১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে। এই অর্থ স্থানীয় মুদ্রায় প্রায় ১৪১৬ কোটি টাকার সমান।

জানা গেছে, এই অর্থ দিয়ে ঢাকার অদূরে সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের নির্মাণকাজ শেষ করা হবে। পরিবেশবান্ধব প্রযুক্তিতে কম গ্যাস ব্যবহার করে অধিক পরিমাণে বিদ্যুত উত্পাদিত হবে এই কেন্দ্রে। এতে বছরে ২৪৯ কোটি কিলোওয়াট উত্পাদিত হবে, যা জাতীয় গ্রিডে সরবরাহকৃত মোট বিদ্যুতের ৬ শতাংশ।

এর আগে বিশ্বব্যাংক ২০০৮ সালে বাংলাদেশকে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য ৩৫ কোটি ডলার দেয়। পরবর্তী সময়ে সরকার এই কেন্দ্রকে ৩৩৫ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন জ্বালানি-সাশ্রয়ী বিদ্যুত কেন্দ্রে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্ত তথা পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংকের অতিরিক্ত ঋণ বিদ্যুত কেন্দ্রটির নির্মাণকাজ শেষ করতে সহায়ক হবে। আগামী বছরেই বিদ্যুত কেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

৮. বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে ২৫টি রেলকোচ নির্মাণ করাবে বাংলাদেশ রেলওয়ে। এসব কোচ নির্মিত হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাশা এন্টারপ্রাইজের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করে। সৈয়দপুর রেলওয়ে কারখানার সম্মেলনকক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

রেলওয়ে কারখানা সূত্র অনুসারে, একনেক সভায় অনুমোদিত পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীবাহী ক্যারেজ বা কোচ পুনর্বাসন প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য সৈয়দপুর কারখানায় ১০০টি কোচ নির্মিত হবে। এর মধ্যে ৫০টি ব্রডগেজ (বড়) ও ৫০টি মিটারগেজ (ছোট) কোচ।

এসব কোচের ৫০টি সৈয়দপুর কারখানা কর্তৃপক্ষই নির্মাণ করবে। বাকি ৫০টি আউটসোর্সিংয়ের মাধ্যমে (ঠিকাদার দিয়ে) নির্মাণ করা হবে। এর মধ্যে ২৫টি কোচ নির্মাণের বিষয়ে বৃহস্পতিবার চুক্তি হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হক জানান, চুক্তি অনুযায়ী ২৫টি মিটারগেজ কোচ নির্মাণকাজে ভারতীয় একটি প্রতিষ্ঠান তাঁদের কারিগরি সহায়তা দেবে।

৯. নভেম্বরের ১৩ তারিখে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ১৯.৭১৩ বিলিয়ন মার্কিন ডলারে। আগের সপ্তাহের রিজার্ভ ছিল ১৯.৭৪৬ বিলিয়ন মার্কিন ডলার। স্টেট ব্যাংক অব পাকিস্তান বৃহস্পতিবার এ তথ্য জানায়।

(আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040