Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-12-24 14:09:40  cri

আজ বড়দিন। Merry Christmas! আপনারা কিভাবে কাটাবেন? আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের বড়দিন সংক্রান্ত কয়েকটি গান শোনাবো, কেমন?

তাহলে আপনাদের শোনাচ্ছি মার্কিন বিখ্যাত গায়িকা Mariah Carey-এর গাওয়া All I Want For Christmas Is You--4'02

আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন ব্রিটিশ সঙ্গীতদল Coldplay-এর গান "Christmas Lights"।–4'02

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো লেগেছে।

প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে Christmas In My Heart গানটি। গেয়েছেন জার্মান গায়িকা Sarah Connor।–4'48

প্রিয় শ্রোতা, আমাদের এই সঙ্গীতানুষ্ঠানে আমরা এমন কিছু গান আপনাদের শোনাতে চাই, যার মধ্য দিয়ে আপনারা যেন বিশ্ব সঙ্গীতের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।

আচ্ছা প্রিয় শ্রোতা, তিনটি বড়দিন সংক্রান্ত গান শোনার পর এবার আমরা মার্কিন গায়ক Nick Jonas–এর একটি গান শুনবো। গানের শিরোনাম 'chains—3' 23 আমরাও এক সাথে Hope For The Future কেমন?

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভালো, তাইনা? এবারে আমরা তার অন্য একটি বিখ্যাত গান jealous শুনবো, কেমন?।–3'42

বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন গায়িকা Carrie Underwood -এর গান-- ever ever after–3'31

বন্ধুরা, এখন আপনারা শুনবেন Nicki Minaj –এর Forever Young নামের গানটি।–3'06

প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের শোনাবো fall out boy --এর একটি গান। আর এ গানটির নাম হলো immortals ।--3'09

আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদের কানাডার গায়িকা Avril Lavigne - এর 'I Love you' গানটি শোনাবো। আশা করি গানটি আপনাদের খুবই ভালো লাগবে।–4'02

(প্রেমা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040