Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১১/৩০
  2015-11-30 13:11:23  cri

৬. বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে ৩.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় 'কনস্ট্রাকশন অব মাল্টি ল্যান্ডরোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী' র্শীষক এ প্রকল্প অনুমোদন পায়।

এই টানেল নির্মাণকে সরকারের 'স্বপ্নের প্রকল্প' অভিহিত করে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এর মধ্য দিয়ে সরকার চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে 'ওয়ান সিটি টু টাউন' হিসেবে গড়ে তুলতে চায়।

এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা, যার ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকার যোগান দেবে চীনের এক্সিম ব্যাংক। বাকি ৩ হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ। ২০২০ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

৭. বাংলাদেশের বিদ্যুত উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য চীনের শিল্পোদ্যাক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরে অবকাঠামোসহ অন্যান্য খাতেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় তাদের।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, চীনের উদ্যোক্তাদের সামনে বাংলাদেশের বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সেলর ওয়াং ঝিজিয়ানও বিদ্যুত্ খাতে বিনিয়োগে ইতিবাচক মত দিয়ে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, বিদ্যুত্ ও জ্বালানিতে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এ খাতে আরও ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চান। গত বছরে চীনের বিনিয়োগ ছিল ২০০ কোটি ডলার। এ বছরেও ১৯০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।

৮. বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ২০ ডলারে নেমে যাওয়ার আশঙ্কা থাকলেও, উত্‌পাদন কমানোর পথে তারা হাঁটছে না বলেই ইঙ্গিত দিয়েছে তেল রফতানিকারীদের সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক। ডিসেম্বরেই আগামী বছরের উত্পাদন লক্ষ্যমাত্রা ঠিক করতে বৈঠকে বসছে তারা। কিন্তু সেখানেও তা কমানোর লক্ষ্যমাত্রা নেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

গত বছর নভেম্বরে ভিয়েনায় নিজেদের বৈঠকে ২০১৫ সালে তেলের উত্পাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। যা বজায় থাকে গত জুনের বৈঠকেও। কিন্তু এর পর থেকেই ওপেকের এই সিদ্ধান্তের বিরোধিতা শোনা গিয়েছে বিভিন্ন দেশের পক্ষ থেকে। বিশেষ করে দাম কমিয়ে বাজার ধরে রাখার সিদ্ধান্ত সৌদি আরবের অর্থনীতির ক্ষেত্রে বুমেরাং হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যাতে গলা মিলিয়েছে বিভিন্ন ওপেক দেশও। সম্প্রতি গোল্ডমান স্যাক্‌স-ও জানিয়েছে, শোধিত তেলের দাম ২০ ডলারের নীচেও নেমে যেতে পারে। চলতি শতাব্দীর শুরুর দিকে শেষ বার যে দর দেখেছিল দুনিয়া। বিশ্ব জুড়েই প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেল উত্পাদন, ডলারের দাম বাড়া এবং চীনের আর্থিক বৃদ্ধির হার শ্লথ হওয়াই এই দর কমার কারণ হতে পারে বলে মনে করছে তারা।

৯. ভারতের 'নবরত্ন' সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগ টানতে আগ্রহী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবার সিঙ্গাপুরে এ আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা ঘরে তুলতে চায় মোদী সরকার। সেই কারণেই মহারত্ন, নবরত্ন ও মিনিরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় লগ্নির জন্য সিঙ্গাপুরের উদ্যোগীদের কাছে আহ্বান জানান তিনি।

১০. পাকিস্তানে বর্তমানে মাত্র ১ কোটি ৬০ লাখ ক্রেতা অনলাইনে কেনাকাটা করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ। এর অর্থ দেশটিতে অনলাইন বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। স্থানীয় ডেইলি টাইমস্‌ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে সম্প্রতি এ তথ্য প্রকাশিত হয়।

রিপোর্ট অনুসারে, বর্তমানে পাকিস্তানে অনলাইন বাণিজ্যের পরিমাণ মাত্র ৩ কোটি মার্কিন ডলার। অনুকূল সরকারি নীতি গৃহীত হলে অদূর ভবিষ্যতে এ বাজার ১০ কোটি ডলারে দাঁড়াবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানে অনলাইন বাণিজ্যের ৭০ শতাংশই সম্পন্ন হয় লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। (আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040