Web bengali.cri.cn   
চমত্কার কভার সংস্করণগুলো
  2015-12-07 18:27:15  cri
প্রিয় শ্রোতা, এখন আমরা ২০১২ সালে জে চৌয়ের নিজের লেখা 'আসলেই' শিরোনামে একটি গান শুনবো।

এ গানে বলা হয়েছে,

ক্যান্ডির বয়ামে এত রঙ আছে,

কিন্তু তোমার হাসিতে আর মিষ্টি নেই।

তোমার কাছে আমি না থাকলেই তোমার সুখ হবে।

মধ্যযুগীয় শহরে আমাদের যাত্রা শেষ হয়।

গাংচিল সাগর না ভালোবাসলে দূরে উড়ে চলে যাবে।

দূর থেকে ব্যাগ পাইপের সুর ভেসে আসছে।

কিন্তু আমি তোমার খবর শুনতে চাই;

ভালোবাসার জন্য গোপনীয়তা রক্ষা করে দুর্গ।

আমি তোমার স্মৃতি রক্ষা করি;

আসলে তুমি হাত ধরতে পছন্দ করো না।

কিন্তু কেনো আমার হাত ধরলে!

তোমার চিন্তা কি তা আমি জানি, কিন্তু বলবো না।

আসলে ভালোবাসায় ভরা তার হৃদয়;

হয়তো সে আরও বেশি তোমায় দিতে পারবে।

বাছাই করার দরকার নেই,

আমি শুধু তোমার বন্ধু হবো...।

শ্রোতা, লিউ রুই ছি এই গানটি চমত্কার গেয়েছেন। ২০১৩ সালে তিনি 'আবার জে চৌকে খুঁজি' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। তার মধ্যে জে চৌয়ের লেখা সব গানগুলো রয়েছে। 'উকুলেলি' নামে সেই গানটির লিউ রুই ছি'র সংস্করণ আমরা আগেই শুনেছি। আপনাদের মনে আছে? গানটি এই অ্যালবামেও আছে। এখন আমরা অ্যালবামের 'আসলেই' নামের গানটি শুনবো।

শ্রোতাবন্ধুরা, ২০০০ সালে জে চৌ নিজের প্রথম অ্যালবাম 'জে' বের করেন। তার মধ্যে 'ঘূর্ণিঝড়' নামে একটি গান আছে। গানটিতে বলা হয়েছে,

ভালোবাসা বাতাসের মতো আসে; আবার চলে যায়।

এই লয়ে সবাই অসহায়।

তোমাকে ছাড়ার পর আমার মন নিয়ন্ত্রণ হারিয়েছে।

কালো মেঘ আমার মনে ভর করেছে।

কিছু না বলেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে।

আমি বিপদে পড়ে গেছি প্রিয়।

আমার মনে প্রচন্ড ঝড় বইছে।

ভালোবাসা ঘূর্ণিঝড়ের মতো দ্রুত এসেছিলো জীবনে।

ঝড়ের কেন্দ্র ছেড়ে যেতে পারলাম না।

আমি আসলে তোমাকে মিস করতে চাই না;

আমি আসলে তোমাকে মিস করতে চাই না।

চাই না, চাই না, আমি পারি না।

ভালোবাসা ঘূর্ণিঝড়ের মতো দ্রুত ছেড়ে গেছে।

আমি সহ্য করতে পারি না, আবার এড়াতেও পারি না।

আমি আসলে তোমাকে মিস করতে চাই না;

আমি আসলে তোমাকে মিস করতে চাই না।

চাই না, চাই না, আমি তোমাকে মিস করতে চাই না।

বন্ধুরা, ২০১৪ সালে চীনের গায়িকা তেং জি ছি  চীনের একটি বিখ্যাত সঙ্গীত অনুষ্ঠানে এই গানটি গেয়েছেন। তেং জি ছি'র এই গানটি অত্যন্ত চমত্কার। ভক্তদের মধ্যে বিতর্ক ছিলো মূল সংস্করণ ও এই সংস্করণের মধ্যে কোনটি আরও ভালো। আমি মনে করি কোন সংস্করণ আরও ভাল সে তর্ক অর্থহীন। যে সংস্করণ নিজের পছন্দ হবে সেটিই শ্রেষ্ঠ। এখন আমরা তেং জি ছি'র গাওয়া এই চমত্কার গানটি উপভোগ করবো।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040