Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১২/১৪
  2015-12-14 17:54:21  cri

৬. কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৫ থেকে ১৮ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দশম সভা অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক ও মুখপাত্র তোফায়েল আহমেদ ২১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে গত শুক্রবার রাতে নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাত্রা করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, সম্মেলনে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণ, সেবা খাতে ছাড়, রুলস অব অরিজিন বা উৎস বিধি শিথিল, মূল্য সংযোজনের ক্ষেত্রে সুবিধা আদায়ের দাবি জানাবে।

৭. বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান নজিবুর রহমান। গত বৃহস্পতিবার রাজস্ব পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, সাধারণত কর ফাঁকি দিয়ে টাকা পাচার হয়। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে।

৮. ভারতে গেল অক্টোবরে গত বছরের একই সময়ের চেয়ে শিল্প উত্পাদন বেড়েছে ৯.৮ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সবচে বেশি। গত শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে শিল্প বৃদ্ধির হার ৯.৮ শতাংশে পৌঁছেছে মূলত ভোগ্যপণ্য ও মূলধনী পণ্যের উৎপাদন বৃদ্ধির কারণে। এসময় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো দীর্ঘ মেয়াদে ব্যবহার উপযোগী পণ্যের উত্পাদন বেশি বেড়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন বলেছেন, শিল্প বৃদ্ধির এই হার উৎসাহজনক। তবে সতর্ক থাকতে হবে। কারণ, হতে পারে দীপাবলীর কারণেই ওই মাসে শিল্পোৎপাদন এতটা বেড়েছে।

৯. ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়ামের পরিসংখ্যান অনুসারে, গেল নভেম্বর মাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে ১০ শতাংশের বেশি। এ মাসে গাড়ি বিক্রি হয়েছে ১,৭৩,১১১টি। সিয়ামের দাবি, ঋণে সুদের হার এবং তেলের দাম কমার কারণেই ক্রেতারা ফের গাড়ি কিনতে উৎসাহ দেখাচ্ছেন। তবে সম্প্রতি চেন্নাইয়ে বন্যার জেরে ডিসেম্বরের বিক্রিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে।

সিয়াম আরও মনে করে, চলতি অর্থবছরে (২০১৫-১৬) ভারতে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি বৃদ্ধির হার ৮-১০ শতাংশের মধ্যেই থাকবে।

এদিকে, নিজেদের উত্পাদিত গাড়ির দাম বাড়াচ্ছে জেনারেল মোটরস্‌ (জিএম) ইন্ডিয়া। মারুতি, হু্ন্দাই, টয়োটার পরে জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াচ্ছে কোম্পানিটি। তারা জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি শেভ্রোলে গাড়ির দাম বাড়বে ২ শতাংশ পর্যন্ত।

১০. পাকিস্তানে স্থানীয়ভাবে উত্পন্ন গাড়ির রফতানি বেড়েছে। চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটি গাড়ি রফতানি করেছে মোট ৭৫,৮০৫টি, যা গত বছরের একই সময়কালের চেয়ে ৫৪ শতাংশ বেশি। এর মধ্যে সুজুকি বোলান-এর বিক্রি বেড়েছে সবচে বেশি। এ সময়কালে এ গাড়িটি বিদেশে রফতানি হয়েছে ১৬,৩২৬ ইউনিট। গত বছরের একই সময়কালে বিদেশে রফতানি হয়েছিল এ গাড়িটির ৫,৪১৪ ইউনিট। সম্প্রতি পাকিস্তানের মোটরগাড়ি উত্পাদক সমিতি এ তথ্য জানায়। (আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040