Web bengali.cri.cn   
পূবের জানালা-১২১৬
  2015-12-16 16:47:07  cri

সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন ১৪ ডিসেম্বর চীনে অনুষ্ঠিত হয়। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা চীনা ঐতিহ্যিক শহর চেং চৌতে মিলিত হন। রেশমপথ অর্থনৈতিক অঞ্চলসহ আঞ্চলিক সহযোগিতা প্রস্তাবের প্রেক্ষেপটে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন ধারণা ও ব্যবস্থা নিয়ে তারা আলোচনা করেন। তা ছাড়া, বর্তমান পরিস্থিতিতে কীভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করা যায়, সেটিও ছিল আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু।

বর্তমানে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির প্রভাবে, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেগুলোর অর্থনীতি মন্থর। চীনা আন্তর্জাতিক সমস্যা গবেষণালয়ের গবেষক সি চে মনে করেন, বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে অনগ্রসরতাই এর প্রধান কারণ। তিনি বলেন,

"সাংহাই সহযোগিতা সংস্থার জন্য বর্তমানে বৃহত্তম একটি সমস্যা হল বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে অনগ্রসরতা। আমরা জানি এখন অর্থনীতির আঞ্চলিকিকরণের একটি প্রবণতা দেখা যাচ্ছে। যদি আমরা বহুপক্ষীয়র বদলে দ্বিপক্ষীয় সহযোগিতা করি তাহলে অনেক সমস্যা সমাধান করতে পারি না।"

এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: 'সাংহাই সহযোগিতা সংস্থার অর্থনীতি ও বাণিজ্য, বিনিয়োগ, অর্থ, পরিবহন ও সাস্কৃতিক সহযোগিতার বর্তমান অবস্থা, ভবিষ্যত ও উন্নয়নের ব্যবস্থার সম্পর্কে গবেষণা'। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল প্রস্তাবের পটভূমিতে বিভিন্ন দেশের নেতারা আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়াসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন। এ প্রসঙ্গে চীনা সামাজিক বিজ্ঞান একাডেমি সাংহাই সহযোগিতা সংস্থা গবেষণা কেন্দ্রের মহাসচিব সুন ছুয়াং চি বলেন, আঞ্চলিক সহযোগিতা গভীরতর করা সদস্যদেশগুলোর অর্থনীতির জন্য সহায়ক। তিনি বলেন,"এক অঞ্চল এক পথ' ভাল একটি সাংহাই সহযোগিতা সংস্থার জন্য ভালো একটি মঞ্চ দিয়েছে। এ মঞ্চে বিভিন্ন দেশের উন্নয়ন কৌশল সহজে যুক্ত হতে পারে। 'এক অঞ্চল, এক পথে'-এর কাঠামোতে সদস্যদেশগুলোর স্বার্থ সমন্বয় করা হতে পারে। যেমন, রাশিয়া উত্থাপন করেছে ইউরোপ-এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন প্রস্তাব। রাশিয়া ও চীন মধ্য-এশিয়া অঞ্চলে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করতে পারে।"

সম্মেলন চলাকালে সদস্যদেশগুলোর প্রধানমন্ত্রীরা আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেন। তারা বিবৃতিতে আবার জোর দিয়ে বলেন যে, তারা রেশম পথ অর্থনৈতিক অঞ্চলসহ আঞ্চলিক সহযোগিতা প্রস্তাব সমর্থন করেন এবং তার একযোগে রেশমপথ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ও বিভিন্ন দেশের উন্নয়ন কৌশল এবং ইউরোপ-এশিয়া অর্থনৈতিক ইউনিয়নসহ আঞ্চলিক একীকরণ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। বাণিজ্য সহজায়ন, অবকাঠামো নির্মাণ ও আর্থিক সহযোগিতাকে অগ্রাধিকার হিসেবেও তারা নির্ধারণ করেন।

যখন সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় তখন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিরক্ষাও এ সংস্থার প্রধান উদ্দেশ্য ছিল। সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাসবাদ দমন সামরিক মহড়া একদিকে সামরিক শক্তি প্রদর্শন করে এবং অন্যদিকে সদস্যদেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন বিষয়ে সমন্বয় শক্তিও জোরদার করে।

চীনা সামাজিক বিজ্ঞান একাডেমি সাংহাই সহযোগিতা সংস্থা গবেষণা কেন্দ্রের মহাসচিব সুন ছুয়াং চি বলেন,"বর্তমানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন প্রক্রিয়া কঠোর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার কাছাকাছি অঞ্চল যেমন পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী তত্পরতা বেড়েছে এবং তা অন্য দেশের ওপর সরাসরি প্রভাব ফেলছে।"

চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ছেং কুও পিং এ প্রসঙ্গে বলেন,"সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে সমন্বয়-ব্যবস্থা কাজ করছে। এবার সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে নেতারা আঞ্চলিক সন্ত্রাস দমন পরিস্থিতি ও সহযোগিতা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন এবং সুনির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করেন।" (শিশির/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040