Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/১২/২১
  2015-12-21 15:22:05  cri

৬. বাংলাদেশের সিলেট মহানগরীর 'সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরের' উন্নয়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে ১০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি)-এর আওতায় এই টাকা বরাদ্দ দেয়া হবে। এ ছাড়া, সিটি কর্পোরেশন এলাকার আরও একটি বৃহত্ প্রকল্প ও ৯টি সাব প্রজেক্টে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্বব্যাংক। এই অর্থও এমজিএসপি প্রকল্পের আওতায় দেওয়া হবে। এমজিএসপি-এর একটি প্রতিনিধিদল সম্প্রতি সিলেট সফরকালে এসব তথ্য জানায়।

এরই মধ্যে এমজিএসপি'র ৮ সদস্যের প্রতিনিধিদল সিলেট সিটি কর্পোরেশন প্রস্তাবিত প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেছে। সফরকালে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকৌশল শাখাসহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে বৈঠকও করেছে প্রতিনিধিদল।

৭. মার্কিন প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বস চলতি বছর ব্যবসাবান্ধব তালিকা প্রকাশ করেছে। ১৪৪টি দেশের মধ্যে তালিকার শীর্ষে স্থান পেয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক, আর একেবারে নিচের দিকে আছে আফ্রিকার দেশ চাদ। তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১তম। আর দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৯১তম, ভারত ৯৭তম, ভুটান ১০১তম, পাকিস্তান ১০৩তম, এবং মিয়ানমার ১৪০তম স্থানে রয়েছে। সম্প্রতি ফোর্বস-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি বিষয়কে পরিমাপক হিসেবে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে বার্ষিক এ তালিকা। সম্পত্তির অধিকার, উদ্ভাবন, কর, প্রযুক্তি ও দুর্নীতি; ব্যক্তিগত, বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বাধীনতা; আমলাতন্ত্র বা লালফিতার দৌরাত্ম্য, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং পুঁজিবাজারের সক্ষমতাকে তালিকা তৈরির ভিত্তি ধরা হয়েছে। বিষয়গুলোর প্রতিটিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

৮. বাংলাদেশের সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দরের পাশাপাশি বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দরের মানোন্নয়ন পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর পাশাপাশি অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোও ডেভেলপ করা হচ্ছে। এর মধ্যে এই তিনটি অভ্যন্তরীণ বিমানবন্দরের ক্ষেত্রে কারিগরি প্রকল্প প্রস্তাবনা (টিপিপি) অনুমোদিত হয়েছে।

তিনি আরও জানান, সৈয়দপুর বিমানবন্দরকে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় আঞ্চলিক অর্থনীতি ও পর্যটনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। এই বিমানবন্দর থেকে নেপাল, ভুটান, ভারত সুবিধা নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

৯. শ্রীলঙ্কার কলম্বো বন্দর প্রকল্পসহ সাময়িকভাবে বন্ধ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকাজ নতুন বছরের প্রথম থেকেই পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার মুখপাত্র ডক্টর রাজিথা সেনারত্নে। তিনি গত বৃহস্পতিবার কলম্বোয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত জানুয়ারিতে শ্রীলঙ্কায় নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর, দুর্নীতি দমন ও পরিবেশ সুরক্ষার অজুহাতে সাবেক সরকারের অনুমোদিত কয়েকটি প্রকল্পের বাস্তবায়নকাজ স্থগিত করে দেয়। এসব প্রকল্পের মধ্যে চীনা কোম্পানির পুঁজিতে নির্মিতব্য কলম্বো বন্দর প্রকল্পও রয়েছে।

১০. অবশেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছে আফগানিস্তান। গত বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংস্থার দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।

সম্মেলনে আফগান সরকারের কর্মকর্তা খান রহমানি একে 'ঐতিহাসিক' ঘটনা হিসেবে আখ্যায়িত করে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও শান্তি অর্জনের জন্য আফগানিস্তান যে কৌশলগত লক্ষ্য স্থির করেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ অর্জন তার একটি।

এদিন বিশ্ব বাণিজ্য সংস্থার মহা-পরিচালক রবার্তো আজাভেদোও সংস্থায় আফগানিস্তানের আনুষ্ঠানিক যোগদানকে স্বাগত জানান এবং এ ব্যাপারে তার সন্তোষ প্রকাশ করেন।

এর আগে বুধবার লাইবেরিয়াও আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়।

উল্লেখ্য, আফগানিস্তান বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদের জন্য ২০০৪ সালে আবেদন করেছিল।

(আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040