Web bengali.cri.cn   
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
  2015-12-28 18:03:00  cri

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২৫ ডিসেম্বর পেইচিংয়ে ব্যাংকটি আইনানুগভাবে প্রতিষ্ঠিত হয়।

চীনের অর্থমন্ত্রী লো চি ওয়েই বলেছেন, এআইআইবি'র আনুষ্ঠানিক যাত্রা আন্তর্জাতিক আর্থিক প্রশাসন ব্যবস্থার সংস্কার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ ব্যাংক বিশ্বব্যাংকসহ বিশ্বের বিভিন্ন বহুপক্ষীয় আর্থিক সংস্থার পরিপূরক হিসেবে কাজ করবে। এ ব্যাংক এশিয়া তথা বিশ্বের জন্য কল্যাণকর প্রমাণিত হবে।

চীনের অর্থমন্ত্রী লো চি ওয়েই গত ২৫ ডিসেম্বর পেইচিংয়ে সিআরআইয়ের সংবাদদাতাকে বলেন, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবার মাধ্যমে এআইআইবি আন্তর্জাতিক বহুপক্ষীয় উন্নয়ন ব্যবস্থার এক নয়া সদস্যে পরিণত হয়েছে। তিনি বলেন, "ন্যায় ও নির্মল মূলনীতির ভিত্তিতে আমাদের প্রস্তুতিমূলক কাজে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন পক্ষের আন্তরিক সহযোগিতায় আজ 'এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চুক্তি' কার্যকর হওয়ার শর্ত পূরণ হয়েছে। ফলে এআইআইবি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের আইনগত মর্যাদাও পেয়েছে নতুন এই ব্যাংক।"

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৩ সালের অক্টোবরে এআইআইবি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি এশিয়া ও এশিয়ার বাইরের অনেক দেশের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চীন, ব্রিটেন, জার্মানিসহ ৫৭টি দেশ এআইআইবি'র প্রতিষ্ঠাতাসদস্য হওয়ার ইচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ২০১৫ সালের ২৯ জুন 'এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চুক্তি' পেইচিংয়ে স্বাক্ষরিত হয়।

ব্রিটেন প্রথম শিল্পোন্নত পশ্চিমা দেশ যে এআইআইবি'তে যোগ দেয়। এ নয়া ব্যাংকের সাফল্যের ব্যাপারে দেশটি আশাবাদী। চীনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মাদাম বারবারা জানেট উডওয়ার্ড বলেন, "আমি মনে করি, এশিয়ার অবকাঠামো উন্নত হলে তা এশিয়া তথা বিশ্বের অর্থনীতির জন্য কল্যাণকর প্রমাণিত হবে। আমরা আশা করি, এ প্রক্রিয়ায় এআইআইবি গঠনমূলক ভূমিকা পালন করবে।"

বস্তুত, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবকাঠামো খাতে কাজের ব্যাপক সুযোগ ও চাহিদা রয়েছে। তবে এ অঞ্চলে এ খাতে বিনিয়োগের জন্য অর্থের অভাব। এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, পরবর্তী ৮ থেকে ১০ বছর এশিয়ায় প্রতিবছর অবকাঠামো নির্মাণ খাতে প্রায় ৮০,০০০ কোটি মার্কিন ডলার দরকার। আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ দুটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা প্রতিবছর এশীয় অঞ্চলের অবকাঠামো নির্মাণের জন্য মাত্র ৩০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে বা করতে পারে। এ প্রেক্ষাপটে, এআইআইবি'র প্রতিষ্ঠাকে বিশ্লেষকরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

চীন একাধিকবার বলেছে, এআইআইবি বিদ্যমান আন্তর্জাতিক বহুপক্ষীয় আর্থিক সংস্থাগুলোর প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করবে। লো চি ওয়েই বলেন, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় ব্যাংকের সাথে যৌথভাবে অর্থ সংগ্রহের সুযোগ নিয়ে আলোচনা করবে এআইআইবি । তিনি বলেন, "এআইআইবি এক নতুন বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক বহুপক্ষীয় আর্থিক ব্যবস্থায় প্রবেশ করেছে। এটা আন্তর্জাতিক আর্থিক প্রশাসন ব্যবস্থা সংস্কার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এআইআইবি এশিয়ার অবকাঠামো খাতে বিনিয়োগে এবং এতদঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এআইআইবি বিদ্যমান বহুপক্ষীয় আর্থিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করবে।"

পরিকল্পনা অনুযায়ী, এআইআইবি'র কাউন্সিল ও পরিচালক পর্ষদের প্রথম সভা ২০১৬ সালের ১৬ থেকে ১৮ জানুয়ারি পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। অধিবেশনে এআইআইবি'র প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন এবং সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আর এর মাধ্যমে এআইআইবি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

এআইআইবির হবু প্রেসিডেন্ট চিন লি ছুন বহুবার বলেছেন, এআইআইবি পরিচালনার মানদণ্ড হবে উচ্চ পর্যায়ের। তিনি বলেন, "এআইআইবি ঐতিহ্যগত বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠানের আদলে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের নিজস্বতা আছে, আছে সৃজনশীলতা। আমরা বিদ্যমান কোনো সংস্থাকে হুবহু নকল করে আমাদের প্রতিষ্ঠান গড়ে তুলিনি। এআইআইবি সবুজ অর্থনীতির ওপর গুরুত্ব দেয়। এআইআইবি ব্যবস্থাপনার কেন্দ্রীয় ধারণা হচ্ছে: উচ্চ কার্যকারিতা, সক্ষমতা, দুনীর্তিমুক্ত পরিবেশ, এবং পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থনীতি।" (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040