Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/১২/২৮
  2015-12-28 18:06:10  cri

৬. ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা'য় চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো'র (VIVO) প্রথম কারখানা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত মঙ্গলবার এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ৩০ হাজার বর্গমিটার আয়তনের কারখানাটিতে বর্তমানে পূর্ণকালীন শ্রমিকের সংখ্যা দুই শতাধিক। প্রতিদিন কারখানায় এক হাজারের বেশি স্মার্টফোন উত্পাদন করা সম্ভব। কোম্পানির একজন কর্মকর্তা আরও জানান, এরইমধ্যে এখানে সাড়ে বারো কোটি ইউয়ান বিনিয়োগ করা হয়েছে এবং গবেষণা খাতে ভবিষ্যতে আরও বিনিয়োগ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি। কিন্তু মাত্র ২০ কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন।

৭. পেইচিংয়ে গত মঙ্গলবার শুরু হয় শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক ৬ দিনব্যাপী এক প্রশিক্ষণ কার্যক্রম।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে চীনে নিযুক্ত লংকান রাষ্ট্রদূত করুণাসেনা কোদি উয়াক্কু প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার একটি শুভেচ্ছাবার্তা পড়ে শোনান। শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, এই প্রশিক্ষণ কার্যক্রমে তার দেশের কর্মকর্তারা চীনের সরকারি কর্মকর্তাদের উচ্চ দায়িত্ববোধ ও সমৃদ্ধ প্রশাসনিক অভিজ্ঞতা থেকে অনেককিছু শিখতে পারবে। এটা লংকান সরকারের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

৮. বিদেশি উন্নয়ন সহায়তা আরও কার্যকরভাবে ব্যবহার করতে প্রথমবারের মতো একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ বিষয়ে একটি প্রাথমিক খসড়াও তৈরি করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ওই খসড়ায় পাঁচটি উদ্দেশ্যে নীতিমালাটি তৈরি করার কথা বলা হয়েছে। উদ্দেশ্যগুলো হলো—উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি সুসংহত ও কৌশলগত পদ্ধতি উপস্থাপন; বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ; জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ও জাতীয় পদ্ধতির সঙ্গে উন্নয়ন সহযোগীদের নীতি-পদ্ধতির সামঞ্জস্য বিধান; অন্তর্ভুক্তিমূলক অংশীদারত্ব সৃষ্টিতে সহযোগিতা প্রদান এবং বৈদেশিক সহায়তা আহরণে জাতীয় সক্ষমতা বৃদ্ধি।

খসড়াটির ওপর ইআরডি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মত নেওয়া হচ্ছে। এ ছাড়া উন্নয়ন সহযোগীদের সঙ্গেও পরামর্শক সভা হবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এসব পরামর্শক সভা শেষ করে খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর জুন মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

নতুন জাতীয় নীতিমালাটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ইআরডি। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর অনুকূলে বিদেশি অর্থায়ন বা সহায়তা গ্রহণের জন্য ইআরডি উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করবে।

উল্লেখ্য, ১৯৭২-৭৩ অর্থবছর থেকে এ পর্যন্ত উন্নয়ন সহযোগী তথা দাতারা বাংলাদেশকে মোট ৬৫২৩ কোটি ডলার দিয়েছে। আর পাইপলাইনে রয়েছে ১৯০০ কোটির বেশি। প্রকল্প বাস্তবায়নে দক্ষতার অভাব এবং উন্নয়ন সহযোগীদের কঠিন শর্তের কারণে পাইপলাইনে থাকা অর্থ ছাড় করা যাচ্ছে না।

৯. পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) করদাতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। ২৩ ডিসেম্বর পর্যন্ত এফবিআর দুই লাখ ৩৩ হাজার সম্ভাব্য করদাতাকে নোটিশ দিয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র ৩৩ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছে। এফবিআর আগামী বছরের জুনের মধ্যে ৩ লক্ষ সম্ভাব্য করদাতার কাছে নোটিশ পাঠানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে।

১০. ২০২০ সাল নাগাদ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ মার্কিন ডলারে উন্নীত হবে বলে গত বুধবার ওপেক-এর এক রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, ২০৪০ সাল নাগাদ ব্যারেলপ্রতি তেলের দাম আরও বেড়ে ৯৫ ডলারে দাঁড়াবে। বর্তমানে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি বলে তেলের দাম অনেক কমে গেছে বলে এতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে আয়োজিত ওপেকের তেলমন্ত্রীদের সম্মেলনে সদস্যদেশগুলো তেলের উত্পাদন সীমিত রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। সম্মেলনে কয়েকটি বড় তেল উত্পাদক দেশ উত্পাদন কমানের বিপক্ষে মত প্রকাশ করে।

(আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040