হ্য নান প্রদেশের লুও ইয়াং সফরে গেলেন সিআরআই প্রতিনিধিদল

2017-06-16 09:17:54|來源:國際在線|編輯:萬慶麗

জুন ১০: চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর দেশি-বিদেশি সংবাদদাতাদের একটি দল গতকাল (শুক্রবার) হ্য নান প্রদেশের লুও ইয়াং সফরে যান। শুক্রবার সকাল ৮টায় তারা দ্রুতগতির ট্রেনে বেইজিং থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রতিনিধিদলটিতে সিআরআই বাংলা বিভাগ থেকে আছেন মোহাম্মদ তৌহিদ এবং শুয়েই ফেই ফেই। তৌহিদ তার প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, লুও ইয়াংয়ের ইতিহাস সুদীর্ঘকালের। এর রয়েছে সুগভীর সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের একমাত্র নারী সম্রাট উ জ্য থিয়ান-এর আমলের রাজধানী হিসেবেও লুও ইয়াং বিখ্যাত।

তৌহিদ আরও বলেন, লুও ইয়াং তেমন একটা বড় শহর নয়। তবে স্থানীয় অধিবাসীরা নিজেদের শহরকে অনেক পছন্দ করেন। লুও ইয়াং শহরে প্রচুর সবুজ গাছপালা রয়েছে। লুও ইয়াংয়ের পিয়নি ফুল বিশ্ববিখ্যাত। এর বাসিন্দাদের আতিথেয়তা মনে গভীর ছাপ ফেলে। (ওয়াং হাইমান/আলিম)