'২০১৭ সালে দেশি-বিদেশি সাংবাদিকদের চোখে হ্যনান' শীর্ষক অনুষ্ঠান শেষ

2017-06-15 17:36:13|來源:國際在線|編輯:萬慶麗

【多語種報道】'২০১৭ সালে দেশি-বিদেশি সাংবাদিকদের চোখে হ্যনান' শীর্ষক অনুষ্ঠান শেষ

গতকাল (বুধবার) চীনের হ্যনান প্রদেশের রাজধানী চেংচৌ শহরে শেষ হয়েছে '২০১৭ সালে দেশি-বিদেশি সাংবাদিকদের চোখে হ্যনান' শীর্ষক বড় আকারের সংবাদ অনুষ্ঠান। সিআরআই অনলাইন, চীনের লুও ইয়াং সরকারের প্রচার বিভাগ, চীনের চেংচৌ শহরের অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন ডিস্ট্রিক্ট যৌথভাবে এ কর্মসূচী আয়োজন করে।

ছয় দিনের সাক্ষাত্কার ভিত্তিক কর্মসূচীতে সিআরআই-এর বাংলাদেশ, ফ্রান্স, ব্রাজিল, নেপাল, তুরস্ক, ইরান, ভিয়েতনাম ও ভারতসহ আটটি দেশের বিদেশি সাংবাদিকসহ ৪০ জন স্থানীয় সাংবাদিক অংশ নেয়। তারা লুও ইয়াং ও চেংচৌ সফর করে এবং সারা বিশ্বে দু'টি শহরের সুদীর্ঘ ইতিহাস, অর্থনীতি ও সমাজসহ বিভিন্ন তথ্য তুলে ধরে।

(শুয়েই/তৌহিদ)